ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

ঈদগাঁওতে বই উৎসব

sssqqqমোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার ::

ঈদগাঁওতে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল দুপুরে ঐতিহ্যবাহী ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়। বিশ^ ব্যাংক এবং কপিরাইট দিবস উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারী এডুকেশন কোয়ালিটি এন্ড এক্সেস এ্যানহান্সমেন্ট প্রজেক্ট তথা সেকায়েপ কর্তৃক পাঠাভ্যাসের গুরুত্ব বিষয়ক আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত এ বই উৎসবে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত। বই পাঠের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন সিনিয়র শিক্ষক মো. আবু তাহের, মোহাম্মদ রশিদ ও সহকারী শিক্ষক মোজাম্মেল হক। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ে সেকায়েপ কর্তৃক প্রতিষ্ঠিত লাইব্রেরীর দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা পূর্ণাম পাল। উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মো. সিরাজুল হক, সহকারী শিক্ষক আবদুচ ছালাম হেলালী। সহকারী শিক্ষক মোহাম্মদ ইবরাহীমের সঞ্চালনায় আরো ছিলেন সহকারী প্রধান শিক্ষক এম. মোখতার আহমদ, নুরুল কবির, আবদুল মজিদ খান, মো. রেজাউল করিম, তারিকুল হাসান তারিক, প্রবীণ শিক্ষক শফিক আহমদ, মো. জাফর আলম, সহকারী শিক্ষক মোহাম্মদ আলম, শেখর কান্তি দে, মো. সিরাজুল ইসলাম, আনিসুর রহমান, রিমা পাল, সালমিরা সুলতানা সোমা, ইয়াছির আরফাত, কামাল উদ্দীন, শামসুল আলম, ফাতেমা আক্তার প্রমুখ। প্রকল্পটি বাস্তবায়ন করছে বিশ^ সাহিত্য কেন্দ্র (বিএসকে)। উল্লেখ্য, দেশের ১২ হাজার প্রতিষ্ঠান এবং ২ মিলিয়ন পাঠক এ বিশ^ব্যাংক দিবস পালন করছে। এতে এক মিলিয়ন বই পুরস্কার হিসেবে বিতরণ করা হয়। পাঠাভ্যাস উন্নয়ন (ডিআরএইচ) কর্মসূচীর আওতায় এ অনুষ্ঠানে ৩ ক্যাটাগরীতে শিক্ষার্থী পাঠকদের পুরস্কার স্বরূপ বই উপহার দেয়া হয়। ক্যাটাগরীগুলো হচ্ছে সেরা পাঠক, অভিনন্দন পাঠক ও শুভেচ্ছা পাঠক। এদিকে কক্সবাজার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম উদ্দীন জানান, সদর উপজেলার ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানে রোববার এ কর্মসূচী পালিত হয়েছে। সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার মাধ্যমে নিজেদের জ্ঞানকে আরো শাণিত করার আহবান জানান।

পাঠকের মতামত: