ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

ঈদগাঁওতে পরিবহন শ্রমিকদের ধর্মঘট: জন দূর্ভোগে শিক্ষার্থীসহ সাধারন মানুষ

নিজস্ব প্রতিবেদক, ঈদগাঁও ::    সংসদে সদ্য পাস হওয়া ‘সড়ক পরিবহন আইন ২০১৮’এর কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবি আদায়ে সারাদেশের ন্যায় পরিবহন ধর্ম ঘটের আলোকে কক্সবাজার সদরের ঈদগাঁওতে ও শ্রমিকদের ধর্মঘটে ২৮ অক্টোবর সকাল আট টার দিকে চট্রগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও বাসষ্টেশনে বেশ কিছু শ্রমিককে অবস্থান করতে দেখা গেছে। তবে দুরপাল্লাসহ স্থানীয় যান বাহন চলাচল না করায় জনদূর্ভোগে পড়েছেন সাধারন মানুষ,শিক্ষার্থী ও রোগীরা। ধর্মঘটের সুযোগে তিন চাকার বাহন চলাচল করছে বেপ রোয়া গতিতে। আরো দেখা যায়, ঐদিন সকালে মহাসড়কে চলাচলরত যানবাহন চালককে গাড়ী না চালাতে বারন করে শ্রমিকরা। খবর পেয়ে সাড়ে নয়টার দিকে পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই শাহাজ উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ বাসষ্টেশনে অবস্থান করে ছোট ছোট যানচলাচল স্বাভাবিক করে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান,জরুরী ভিক্তিতে দুইজন রোগীকে নিয়ে চট্রগ্রাম মেডিকেলে যাওয়ার লক্ষে বাড়ী থেকে বের হয়েছিলাম,তবে ষ্টেশন এসে দেখি শ্রমিক ধর্মঘট, হতাশ হয়ে ফের বাড়ীমুখী হয়েছি। অপর আরেক শিক্ষার্থী কক্সবাজার প্রতিদিনকে জানান, সকাল থেকে ষ্টেশনে আটকা পড়েছি, তবে কলেজে যেতে না পেরে হতাশ হয়ে পড়েছেন। আবার অনেকজন নানা কাজেকর্মেও দুরদুরান্তে যেতে পারেনি ধর্মঘটের কারনে। এ ব্যাপারে তদন্ত কেন্দ্রের এস আই শাহাজ উদ্দিন জানান,পরিবহন ধর্মঘটে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উল্লেখ্য যে, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে রোববার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে লাগাতার ধর্মঘটের ঘোষণা দিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ।

পাঠকের মতামত: