সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি,
দীর্ঘ প্রচারণার পর বুধবার অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচন ঈদগাঁওতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অ-ভোটার বিপুল সংখ্যক স্থানীয় উৎসাহী জনগণের উপস্থিতিতে অনুষ্ঠিত এ নির্বাচনে সাধারণ পুরুষ সদস্য পদে ২ প্রার্থী কোন ভোট না পেয়ে জামানত হারিয়েছেন। জামানত হারানো প্রার্থীরা হচ্ছে সৎ, যোগ্য, আদর্শবান, ন্যায় বিচারক, মেধাবী তারুণ্যের প্রতীক ও সাবেক ছাত্রনেতা মর্মে প্রচারণাকারী আজিজুর রহমান (তাঁর মার্কা টিউবওয়েল) এবং সাবেক ছাত্রনেতা ও তরুণ সমাজ সেবক মর্মে প্রচারণাকারী ইঞ্জিনিয়ার জুনায়েদ কবির জুয়েল (তাঁর মার্কা ঘুড়ি)। ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, এ ২ প্রার্থী কোন ভোট পাননি।
অন্যদিকে ৩নং সংরক্ষিত আসন তথা ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ছিলেন শিক্ষানুরাগী, সৎ, যোগ্য ও অভিজ্ঞ প্রার্থী মর্মে প্রচারণাকারী আনোয়ারা বেগম। তাঁর প্রতীক ছিল ঘড়ি। তার পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার একমাত্র মনোনীত প্রার্থী, নারী আন্দোলনের অন্যতম সৈনিক, নিঃস্বার্থ সমাজ সেবিকা, জনদরদী, শিক্ষানুরাগী, জননেতা এড. আমজাদ হোসেনের সহধর্মীনি, চকরিয়া পৌর মহিলা আ.লীগ সভাপতি আলহাজ¦ ফিরোজা বেগম। তাঁর প্রতীক ছিল দোয়াত-কলম। ভোট গণনা শেষে দেখা যায়, উপরোক্ত ২ প্রার্থী এ ২ কেন্দ্রে একটি করেও ভোট পাননি।
পাঠকের মতামত: