ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

ঈদগাঁওতে ছাত্রলীগের ২ ইউনিট কমিটি ঘোষণা, তৃণমূলে অসন্তোষ

শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর:
বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার আওতাধীন ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শাখার অন্তর্ভূক্ত ছাত্রলীগের ২টি ইউনিয়ন কমিটি আগামী এক বছরের জন্য ঘোষণা করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ উদ্দীন রাসেল ও সাধারণ সম্পাদক আবুহেনা বিশাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। তবে ঘোষিত কমিটি নিয়ে তৃণমূলে অসন্তোষ বিরাজ করছে। খোঁজ খবর নিয়ে জানা গেছে, ত্যাগীদের অবমূল্যায়ন, স্বজন প্রীতি, অনৈতিক সুবিধা নিয়ে কমিটি গঠন হওয়ায় প্রকৃত রাজপথের সৈনিকরা বাদ পড়েছেন বলে ছাত্রলীগের অধিকাংশ কর্মী সোশ্যাল মিডিয়ায় প্রচার চালিয়ে যাচ্ছে। ঘোষিত কমিটির মধ্যে ঈদগাঁও ইউনিয়নে সভাপতি হিসাবে রাহুল পাল, সহ-সভাপতি সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, আশিকুর রহিম, সাধারণ সম্পাদক ফায়সাল আল ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান সাগর, রুবেল হোসেন, রিদুয়ানুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জিসান, সাজ্জাদ হিরু, মোঃ জুনাইদুল করিম, প্রচার সম্পাদক রায়হানুল কবির। অপরদিকে ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগের নি¤œরূপ কমিটি সভাপতি আশফাক উদ্দীন আরফাত, সহ-সভাপতি ফরহাদুল ইসলাম, হেলাল উদ্দীন, নিখিল দাশ, সাধারণ সম্পাদক শোয়াইবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সায়মন সাকিল, আরিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল নোমান, ইমরানুল হক, মোহাম্মদ শাহিন, প্রচার সম্পাদক মোহাম্মদ সিফাতকে মনোনীত করা হয়েছে। অনুমোদিত এ ২ কমিটিতে সংগঠনের গঠনতন্ত্র বহির্ভূত জেলা কমিটির স্বাক্ষর বিহীন ২ জন নেতাকে উপজেলা ছাত্রলীগের দায়িত্ব দেওয়ায় ক্ষোভের সঞ্চার হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের একজন নেতা জানান, জেলা কমিটির সভাপতি সম্পাদকের স্বাক্ষর বিহীন ২জন নেতাকে উপজেলায় মনোনীত করায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিরূপ মন্তব্য ও অসন্তোষ বিরাজ করছে। এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ উদ্দীন রাশেদ ও সাধারণ সম্পাদক আবুহেনা বিশাদের সাথে কথা হলে তারা সৎ, যোগ্য, মেধাবী, প্রকৃত মুজিব সৈনিকদের দিয়ে স্বচ্ছ কমিটি গঠন করা হয়েছে। অনৈতিক কোন ধরণের সুবিধা নেওয়া হয়নি।

পাঠকের মতামত: