এম আবুহেনা সাগর, ঈদগাঁও ::
কক্সবাজার সদর উপজেলা বৃহত্তর ঈদগাওতে উৎসবমুখর পরিবেশে চলছে সোনালী ফসল কাটার ধুম। দিগন্তজোড়া সবুজ বিলজুড়েই সোনালী পাকা ধানের সমারোহ। সর্বত্রই সুগন্ধি ছড়িয়ে পড়ছে । চলছে ধান কাটার মহাউৎসব। এবার রোপা-আমন বাম্পার ফলন হয়েছে। যার ফলে, এলাকার কৃষকদের মা্ঝে ফুটে উঠেছে আনন্দময় হাসির ঝিলিক । জেলা সদরের বৃহত্তর ঈদগাও তথা সাত ইউনিয়ন, ইসলামাবাদ, ইসলামপুর, ছৌফলদন্ডী, পোকখালী, ভারুয়াখালী, জালালাবাদ ও ঈদগাঁও ইউনিয়নের প্রত্যান্ত গ্রামাঞ্চলের সোনালী ধানের চাষ হয়েছে। মাঠে মাঠে পুরোদমে চলছে ধানকাটা। পাশাপাশি ঈদগাঁওর পাশ্বর্বতী ইউনিয়ন ঈদগড়ের ধুমছাকাটা, হাসনাকাটা, করলিয়ামুরা, কোদালিয়াকাটা, বড়বিলসহ আরো বিভিন্ন এলাকায় রোপা-আমনের চাষ হয়েছে। ঈদগাঁও এবং ঈদগড়ের বিস্তৃীর্ণ এলাকায় এ বছর রোপা-আমনের বাম্পার ফলনও হয়েছে। বৃহত্তর এলাকা জুড়েই সোনালী ধানকাটা শেষে বাড়ীতে নিয়ে মাড়াই করে নতুন ধানের চাউলে হরেক রকমের পিঠাপুলি তৈরী করে নবান্ন উৎসবে মেতে উঠার অপেক্ষায় রয়েছে ঈদগাঁও এলাকার মানুষজন।
পাঠকের মতামত: