কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগাঁও ভোমরিয়া ঘোনা রেঞ্জের আওতাধীন পূর্ণগ্রাম বন বিটে গুলি করে বন্য হাতি হত্যা করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১১ টার সময় পূর্ণগ্রাম বনবিটের গহিন অরন্য কুমিরমরা ছড়া এলাকায় ঘটে এ ঘটনা। খবর পেয়ে ভোমরিয়া ঘোন রেঞ্জ কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পশু চিকিৎসক দিয়ে হাতির ময়না তদন্ত শেষে জঙ্গলে হাতির মরদেহ পুতে ফেলা হয়েছে।
ভোমরিয়া ঘোনা রেঞ্জ কর্মকর্তা মো: তাহের জানান, বুধবার রাত সাড়ে ১১ টার সময় কে বা করা গুলি করে হাতিটিকে হত্যা করে। খবর পেয়ে তিনিসহ সঙ্গীয় বন পাহারাদাররা ঘটনাস্থলে ছুটে যান। ততক্ষনে হাতিটি মৃত্যুর কুলে ঢলে পড়ে। পরে স্থানীয় পশু চিকিৎসক দিয়ে ময়না তদন্ত শেষে হাতিটিকে গভির জঙ্গলে পুতে ফেলা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করার সম্ভব না হলেও জড়িতদের বিরুদ্ধে তদন্ত প্রক্রীয়াধীন রয়েছে বলে তিনি জানান।
পাঠকের মতামত: