এম আবুহেনা সাগর, ঈদগাঁও :: সদরের ঈদগাঁওর কলেজ মাঠে স্বাস্থ্যবিধি মেনে কোরবানীর পশুর হাট শুরু হয়েছে। ইজারাদার এর প্রশংসনীয় উদ্যোগ যেন চোখে পড়ার মত। প্রথমবারে অনুষ্টিত হওয়া কলেজ মাঠের পশুর হাটে দেশীয় গরু মহিষের কদর তুঙ্গে। বিগতবছরের তুলনায় এবার দাম নিয়ে বিপাকে পড়েছে ক্রেতারা।
দীর্ঘবছর ধরে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও বাসষ্টেশনের দু-পাশ জুড়ে কোরবানীর পশুর হাট বসলেও এই বছর ঈদগাঁও কলেজ মাঠে শুরু হচ্ছে পশুর হাট। বৃহত্তর ঈদগাঁওর প্রত্যান্ত গ্রামাঞ্চল থেকে আসা ক্রেতা-বিক্রেতা ছাড়াও ঈদগড়,রশিদনগর,বাইশারী,খুটাখালী ডুুুলাহাজারার লোকজনও কোরবানীর পশু ক্রয় -বিক্রয়ের লক্ষে বৃহৎ এ পশুর হাটে এসে থাকে।
১৮ জুলাই কলেজ মাঠের এ কোরবানীর পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে বেচা-বিক্রি করতে চোখে পড়ে। ক্রেতা বিক্রেতাদের ভীড় যেন লক্ষ্যনীয়। বাজারে আসা কজনের সাথে কথা হলে তারা এবার কিন্তু গরু মহিষের ভিন্ন ভিন্ন দামের কথা জানায়। বাজারে মাঝারী আকার গরু মহিষের চাহিদা কিন্তু বেশি।
এক সূত্র মতে, বৃহৎ কোরবানীর পশুর হাটের ইজারাদারের প্রসংশনীয় উদ্যোগ বলতে পশুর হাটে জীবানুনাশক স্প্রে,সিসি ক্যামরা,লাইটিং ব্যবস্থা,বিনামূল্যে মাস্ক বিতরন,নিরাপত্তার লক্ষে সাবক্ষনিক আইনশৃংখলা বাহিনীসহ দুরদুরান্ত থেকে আসা গরু বেপারীদের জন্য নানা সুবিধা রয়েছে এবারের পশুর হাটে। সেসাথে সামাজিক দুরন্ত বজায় রাখতে সেচ্ছাসেবকটিম নিয়োজিত রয়েছে পুরো বাজার জুড়ে।
পাঠকের মতামত: