ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

ঈদগাঁওতে কথিত প্রেমিক প্রেমিকাসহ আটক ৩

ুুুুুমোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার ::

মাত্র দু’দিনের পরিচয়। প্রেম প্রেম ভাব। দেখা করতে আসা। তারপর এক যুবকের দাবী মেটাতে না পারায় পুলিশে সোপর্দ। ১৪ জুন নব প্রেমিক-প্রেমিকাকে ঘিরে এ ধরণের ঘটনা ঘটেছে ঈদগাঁওয়ে।

প্রাপ্ত তথ্যে প্রকাশ, ইসলামাবাদ বোয়ালখালীর শাহ আলমের পুত্র শাকিবের সাথে কয়েকদিন আগে মোবাইলে পরিচয় হয় কক্সবাজার পিটি স্কুল সংলগ্ন এলাকার আফিয়া তামিম প্রমীর। তার পিতা স্থানীয় সবজির আড়তদার। ঘটনার দিন সে চকরিয়া থেকে কক্সবাজার আসার পথে তার ভাবী প্রেমিক শাকিবের সাথে পরিচয়ের জন্য ঈদগাঁও বাসস্টেশনে আসে। এসময় শাকিবের আরো একজন বন্ধু তার সাথে স্টেশনে অবস্থান করছিল। দেখাদেখি হওয়ার পর তারা নাস্তা করার সিদ্ধান্ত নেয়।

ঠিক এ মূহুর্তে জসিম নামের এক যুবক তাদের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে। পরে সে তাদের কাছে ৮ হাজার টাকা দাবী করে বলে আটক শাকিবের অভিযোগ। দাবীকৃত টাকা না পাওয়ায় সে পুলিশে খবর দিয়ে তাদের আটক করায়। আটককৃতরা বর্তমানে পুলিশী জিজ্ঞাসাবাদে ছিল। শাকিব ঈদগাঁও শফি সুপার মার্কেটের দোকান কর্মচারী আর কিশোরী প্রমী কক্সবাজার আইডিয়াল স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী।

পাঠকের মতামত: