ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

ঈদগাঁওতে এখন ধান কাটার মৌসুমে শ্রমিকদের কদর তুঙ্গে : দ্বিগুন দামে শ্রমিক বিপাকে চাষীরা

এম আবু হেনা সাগর, নিজস্ব প্রতিবেদক ::  চলতি মৌসুমে ধান কর্তনের কাজে নিয়োজিত দেশীয় শ্রমিকদের কদর তুঙ্গে। দ্বিগুন দাম নিয়ে বিপাকে পড়েছে গ্রামাঞ্চলের ধান চাষীরা। ২৬ নভেম্বর বিকেলে ঈদগাঁও বাজারের শাপলা চত্তর পয়েন্টে শ্রমিকদের বিকিকিনির এমন দৃশ্য চোখে পড়ে দৈনিক কক্সবাজার প্রতিদিন প্রতিবেদকের।

প্রাপ্ত তথ্য মতে, প্রতি বছরের ধারায় এ বছরও চলতি মৌসুমে সদরের বৃহত্তর ঈদগাঁওর গ্রামীন জনপদের বিলে সবুজ ধান কর্তনে চাষীরা শ্রমিকদের কাছে ধর্না দিচ্ছে। এমনকি বৃহত্তর এলাকা ছাড়াও পাশ্বর্বতী বিভিন্ন ইউনিয়ন থেকে বাজারে আগত ধান কর্তনের কাজে নিয়োজিত শ্রমিকদের সরগরমে পরিনত হয়ে উঠেছে। তবে ধান চাষীরা শ্রমিক দেখলেও দামে মেলাতে পারছেনা। আবার চলতি বছর স্থানীয় অসহায় শ্রমিকদের সংখ্যা একটু বেশি বলে লোকজন সূত্রে প্রকাশ। এদিকে উখিয়া পানেরছড়ার কয়েক শ্রমিকের সাথে কথা হলে তারা জানান, চলতি মৌসুমে ধান কর্তনের কাজ করতে এখানে আসা। কাজ পেলে কাজ করবো তবে তারা দৈনিক ৬শত থেকে সাড়ে ৬শত টাকায় কাজ করেন বলেও জানিয়েছেন।

কজন স্থানীয় শ্রমিকরা জানান, অতিরিক্ত দামে ধান কর্তনের কাজ চলছে বৃহত্তর এলাকার পাড়া গাঁয়ে। এর থেকে কম হলে কাজ করতে ইচ্ছুক নন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ধান চাষী জানান, তিনি অনেক কষ্টের বিনিময়ে ধান চাষ করে প্রতিবছর। কিন্তু কর্তনের বেলায় শ্রমিকদের মনগড়া দাম আসলেই দু:খজনক। শ্রমিকরা এক কথায় আর নড়াচড়া হয়না বলেও জানান। দ্বিগুন দাম নিয়ে ধান চাষীদের মাঝে চাপাক্ষোভ বৃদ্বি পাচ্ছে প্রতিনিয়ত।

আবার অনেক চাষীরা পরিবার পরিজন নিয়ে ধান কর্তনের কাজ সেরে নিতেও দেখা যায়। জমি থেকে কিছু কিছু সোনালী ধান ঘরে তুলছে চাষীরা,আবার বহুজমিতে ধান পরিপূর্ন পাকলেই কর্তন শুরু করবেন বলেও জানা গেছে।

পাঠকের মতামত: