ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

ঈদগাঁওতে উৎসাহ উদ্দিপনামুখর পরিবেশে পবিত্র ঈদুল আযহা পালিত

এম আবুহেনা সাগর, ঈদগাঁও ::

ধর্মীয় ভাবগাম্বীর্যতার মধ্য দিয়ে জেলা সদরের বৃহত্তর ঈদগাঁওতে ব্যাপক উৎসাহ উদ্দিপনামুখর পরিবেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা। ২২ আগষ্ট সকালে ঈদগাঁওর বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদের নামাজ। নামাজের পূর্বে খতিবেরা কোরবানের ফজিলত সম্পর্কে আলো চনা পেশ করতেও চোখে পড়ে।
বৃহৎ এলাকার ৬ ইউনিয়নের প্রত্যান্ত গ্রামাঞ্চলে নানা মসজিদে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীগন অংশগ্রহণ করেন ঈদ জামাতে। পরে দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয়। নামাজ শেষে অনেকে কবর স্থানে গিয়ে হারানো পিতা,মাতাসহ আত্বীয়-স্বজনদের জন্য কবর জিয়ারত করেন। সবশেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভে কোরবানী দেয়া হয় পাড়ামহল্লার বিভিন্ন স্থানে।

পাঠকের মতামত: