ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

ঈদগাঁওতে আবারো ৬টি গরু চুরি

এম আবু হেনা সাগর, ঈদগাঁও ::
কক্সবাজার সদরের ঈদগাঁওতে গরু চুরির মতো হীন কর্মকান্ড কোনভাবেই থামছেনা। এতে করে গ্রামাঞ্চলের সাধারণ লোকজন আতংকে দিনাতিপাত করছে। পুলিশী টহল নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়াও সৃষ্টি হচ্ছে।
৩ ডিসেম্বর গভীর রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ঈদগাঁও ইউনিয়নের চান্দেঁর ঘোনা নামক এলাকা থেকে আবারো চোরদল হানা দিয়ে মোহাম্মদ ইসলামের বাড়ীর গোয়াল ঘর থেকে ৩টি এবং মোর্শেদ আলমের গোয়াল ঘর থেকে ৩টি গরু চুরি করে ম্যাজিক গাড়ী যোগে নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর আনু মানিক মুল্যে তিন লক্ষাধিক টাকা হবে বলে লোকজন সূত্রে জানা গেছে। তবে বিভিন্ন স্থানে চুরি হয়ে যাওয়া গরুর খোঁজ খবর নিচ্ছে মালিকরা।
ঈদগাঁও ইউপির ৪নং ওর্য়াড়ের মেম্বার মিজানুর রহমান মুহসিন উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইর্নচাজ আসাদুজ্জামান খান গরু চুরির ঘটনা সম্পর্কে অবগত নন বলে জানান।
উল্লেখ্য,কদিন পূর্বেও পোকখালী থেকে ছয়টি গরু চুরি করে নিয়ে যায় চোর দল। একের পর এক গরু চুরির ঘটনায় আতংকে রয়েছে গ্রামীন জনপদের লোকজন।
তবে সচেতন মহলের মতে, চুরিসহ অপরাদ অপকর্ম দমনে রাত্রীকালীন সময়ে পুলিশী টহল বৃদ্বির জোর দাবী।

পাঠকের মতামত: