ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

ইসলামাবাদ-বাঁশঘাটা ব্রীজটি নির্মাণের দাবী

Exif_JPEG_420॥ এম আবু হেনা সাগর ঃ নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও ॥

সদর উপজেলার ঈদগাঁও-ইসলামাবাদ-বাঁশঘাটা যোগাযোগ ব্রীজটি নির্মাণের দাবী উঠেছে। পাশাপাশি ঝুলন্ত ব্রীজের আদলে এটি (অস্থায়ী ভিত্তিতে) নির্মিত করায় এলাকার সর্বশ্রেণীর মানুষের মাঝে হাসির ঝিলিক ফূটে উঠেছিল। জানা যায়, বিগত বছর বন্যার পানিতে ভেসে যাওয়া ব্রীজটি স্থানীয় লোকজনের সহায়তায় কাঠ দিয়ে কোন রকম যাতায়াতের সুব্যবস্থা করেছিল। কিন্তু গেল বছর প্রচন্ড বৃষ্টিপাত আর ঢলের পানির ধাক্কায় জনগণের নির্মিত কাঠের সাঁকোটি ভেঙ্গে যায়। এরপর থেকে সাধারণ লোকজন, রোগীসহ শিক্ষার্থীরা নানা কষ্টের বিনিময়ে নৌকা নিয়ে নদী পার হচ্ছিল। সে থেকে এ পর্যন্ত যোগাযোগের একমাত্র এ যাতায়াত স্থানটিতে দীর্ঘদিন ধরে ব্রীজ নির্মাণ না করায় হতাশ হয়ে পড়েছেন সর্বশ্রেণীপেশার মানুষজন। আবার এ যোগাযোগ ব্রীজটি সম্প্রতি ভেঙ্গে যাওয়ার পরপরই জেলা পরিষদ প্রশাসক, কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ পরিদর্শন করেছিলেন। এদিকে বেশ কিছুদিন কষ্টের বিনিময়ে জেলা পরিষদের সহায়তায় ও নবনির্বাচিত ইসলামাবাদ ইউনিয়নের চেয়ারম্যানের তত্ত্বাবধানে এ ব্রীজটি লোকজন চলাচলের জন্য ঝুলন্ত ব্রীজের আদলে নির্মাণ করে। এ নিয়ে প্রত্যন্ত গ্রামগঞ্জের লোকজনের মাঝে হাসির ঝিলিক ফুটে উঠেছে। দীর্ঘদিন ধরে নানা কাজকর্মে দৈনিক হাজার হাজার লোকজন চলাফেরায় ভোগান্তির শিকার হচ্ছিল। এমনকি অনেকে ব্রীজ ভেঙ্গে যাওয়ার কারণে দূরবর্তী স্টেশন পার হয়ে জেলা সদরের ঐতিহ্যবাহী ঈদগাঁও বাজারে নানা কাজকর্মের লক্ষ্যে ছুটে আসত। এছাড়াও ঈদমুখী লোকজনের যাতায়াতে দারুন দূর্ভোগ পোহাচ্ছিল এলাকার জনগণ। আরো জানা যায়, ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় ইসলামপুর, পোকখালী, গোমাতলী, ইসলামাবাদের পাহাশিয়াখালী, বোয়ালখালী, ইউছুপেরখীল, টেকপাড়া, আউলিয়াবাদ, খোদাইবাড়ীর একাংশ, হরিপুরসহ বাঁশঘাটার আশপাশ এলাকার লোকজন ও পোকখালীর গোমাতলীসহ বিভিন্ন এলাকার লোকজন প্রতিনিয়ত কোন না কোন কাজকর্মে ঈদগাঁও বাজারমুখী হতে পারছিল না। বর্তমান সময়ে এ বাজারে আসতে অসহায় লোকজনকে নানাভাবে পোহাতে হচ্ছে দূর্ভোগ আর দূর্গতি। এছাড়াও ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় ও লুৎফুল কবির আদর্শ বালিকা মাদ্রাসার অসংখ্য শিক্ষার্থী বর্তমানে চরম ঝুঁকি নিয়ে ঐ কাঠের সাঁকো পেরিয়ে তাদের প্রিয় শিক্ষাঙ্গনে আসতে দেখা যায়। এমনকি বিশাল এলাকার দৈনিক ১৫ হাজার লোকজন বিভিন্ন কাজকর্মের লক্ষ্যে বাজারে যাতায়াত করে থাকে। আবার আসন্ন বর্ষার পূর্বে যদি ঝুলন্ত ব্রীজটি পূর্ণাঙ্গ ব্রীজে রূপান্তর না করে তাহলে ফের বর্ষা মৌসুমে মরণ দশায় ভুগতে হবে বৃহত্তর এলাকাবাসীকে। সে সাথে নানা দূর্ভোগ আর দূর্গতিতে নিপতিত হবে সাধারণ লোকজন। অন্যদিকে ঈদগাঁও-ইসলামাবাদ বাঁশঘাটা ব্রীজ দিয়ে পোকখালীর গোমাতলীসহ নানা স্থানে লোকজন চলাচল করে থাকে। তাই ব্রীজটি দ্রুত নির্মাণের জোর দাবী জানান শত শত পথচারী। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিকের সাথে আজকের দেশবিদেশের এ প্রতিনিধির কথা হলে তিনি- এখনো বাজেট হয়নি বলে জানান।

##################

 

ঈদগাঁওতে ৩দিন ব্যাপী বইমেলা শুরু কাল

 নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও ॥

জেলা সদরের ঐতিহ্যবাহী বৃহত্তর ঈদগাঁওতে একঝাঁক তরুণদের সংগঠন ফ্রেন্ডস এ-ওয়ান এসোসিয়েশনের উদ্যোগে দ্বিতীয় বারের মত একুশে বইমেলা কাল (২৬ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত বইমেলায় জেলার বরেণ্য কবি-সাহিত্যিক, সংবাদকর্মী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বশ্রেণীপেশার মানুষজন উপস্থিত থাকবেন। এ বইমেলাটি ২৬ থেকে ২৮ ফেব্রুয়ারী ৩দিন ব্যাপী ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বইমেলায় লোকজনের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা সৃজনশীলতা, মেধা বিকাশ ও সুস্থ সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের কর্ণধার জসিম উদ্দীন।

———————————————

ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির সদস্যের পিতা গুরুতর অসুস্থ

 নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও ॥

সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওর সংবাদকর্মীদের সংগঠন ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির সদস্য ও দৈনিক সমুদ্রকন্ঠের প্রতিনিধি আবুল কাশেমের পিতা ঈদগড় ইউনিয়নের পূর্ব রাজঘাট এলাকার নুরুল আলম কোম্পানী দীর্ঘদিন ধরে মেরুদন্ডের সমস্যায় ভূগছেন। তিনি গত ৩ মাস ধরে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসা সেবা শেষে ঈদগাঁওর এক আত্মীয়ের বাসায় অবস্থান করছেন। বর্তমানে তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানান তার পুত্র কাশেম। তাঁর রোগমুক্তি কামনা করেন ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির নেতৃবৃন্দরা।

———————————————

ঈদগাঁও মাইজ পাড়া ক্রীড়া সংস্থার ফুটবল টুর্ণামেন্ট ২৭ ফেব্রুয়ারী উদ্ভোধন

 নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও॥

সদরের ঈদগাঁও ইউনিয়নের বৃহত্তর মাইজ পাড়া ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত ফুটবল টুর্ণামেন্ট ২০১৭ আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াচ্ছে ২৭ ফেব্রুয়ারী। এ নিয়ে স্থানীয় ক্রীড়ামোদী সচেতন যুবকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনামুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। ঈদগাঁও জুমবাড়ী জামে মসজিদের দক্ষিণ পাশর্^স্থ মাঠে এ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে। এদিকে এ টুর্ণামেন্টে বৃহত্তর ঈদগাঁওর বিভিন্ন স্থানের ১২টি দল অন্তর্ভূক্ত হয়েছে। এ ব্যাপারে আয়োজক কমিটির অন্যতম ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ শাহিনুর রহমানের সাথে এ প্রতিনিধির কথা হলে তিনি ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে এ টুর্ণামেন্ট শুরু হতে যাচ্ছে। এ খেলায় বৃহত্তর এলাকার ক্রীড়ামোদী জনতার উপস্থিতিও কামনা করেন।

 

ইসলামাবাদ-বাঁশঘাটা ব্রীজটি নির্মাণের দাবী

॥এম আবু হেনা সাগর ঃ নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও॥

তাং ২৪/০২/১৭ইং

সদর উপজেলার ঈদগাঁও-ইসলামাবাদ-বাঁশঘাটা যোগাযোগ ব্রীজটি নির্মাণের দাবী উঠেছে। পাশাপাশি ঝুলন্ত ব্রীজের আদলে এটি (অস্থায়ী ভিত্তিতে) নির্মিত করায় এলাকার সর্বশ্রেণীর মানুষের মাঝে হাসির ঝিলিক ফূটে উঠেছিল। জানা যায়, বিগত বছর বন্যার পানিতে ভেসে যাওয়া ব্রীজটি স্থানীয় লোকজনের সহায়তায় কাঠ দিয়ে কোন রকম যাতায়াতের সুব্যবস্থা করেছিল। কিন্তু গেল বছর প্রচন্ড বৃষ্টিপাত আর ঢলের পানির ধাক্কায় জনগণের নির্মিত কাঠের সাঁকোটি ভেঙ্গে যায়। এরপর থেকে সাধারণ লোকজন, রোগীসহ শিক্ষার্থীরা নানা কষ্টের বিনিময়ে নৌকা নিয়ে নদী পার হচ্ছিল। সে থেকে এ পর্যন্ত যোগাযোগের একমাত্র এ যাতায়াত স্থানটিতে দীর্ঘদিন ধরে ব্রীজ নির্মাণ না করায় হতাশ হয়ে পড়েছেন সর্বশ্রেণীপেশার মানুষজন। আবার এ যোগাযোগ ব্রীজটি সম্প্রতি ভেঙ্গে যাওয়ার পরপরই জেলা পরিষদ প্রশাসক, কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ পরিদর্শন করেছিলেন। এদিকে বেশ কিছুদিন কষ্টের বিনিময়ে জেলা পরিষদের সহায়তায় ও নবনির্বাচিত ইসলামাবাদ ইউনিয়নের চেয়ারম্যানের তত্ত্বাবধানে এ ব্রীজটি লোকজন চলাচলের জন্য ঝুলন্ত ব্রীজের আদলে নির্মাণ করে। এ নিয়ে প্রত্যন্ত গ্রামগঞ্জের লোকজনের মাঝে হাসির ঝিলিক ফুটে উঠেছে। দীর্ঘদিন ধরে নানা কাজকর্মে দৈনিক হাজার হাজার লোকজন চলাফেরায় ভোগান্তির শিকার হচ্ছিল। এমনকি অনেকে ব্রীজ ভেঙ্গে যাওয়ার কারণে দূরবর্তী স্টেশন পার হয়ে জেলা সদরের ঐতিহ্যবাহী ঈদগাঁও বাজারে নানা কাজকর্মের লক্ষ্যে ছুটে আসত। এছাড়াও ঈদমুখী লোকজনের যাতায়াতে দারুন দূর্ভোগ পোহাচ্ছিল এলাকার জনগণ। আরো জানা যায়, ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় ইসলামপুর, পোকখালী, গোমাতলী, ইসলামাবাদের পাহাশিয়াখালী, বোয়ালখালী, ইউছুপেরখীল, টেকপাড়া, আউলিয়াবাদ, খোদাইবাড়ীর একাংশ, হরিপুরসহ বাঁশঘাটার আশপাশ এলাকার লোকজন ও পোকখালীর গোমাতলীসহ বিভিন্ন এলাকার লোকজন প্রতিনিয়ত কোন না কোন কাজকর্মে ঈদগাঁও বাজারমুখী হতে পারছিল না। বর্তমান সময়ে এ বাজারে আসতে অসহায় লোকজনকে নানাভাবে পোহাতে হচ্ছে দূর্ভোগ আর দূর্গতি। এছাড়াও ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় ও লুৎফুল কবির আদর্শ বালিকা মাদ্রাসার অসংখ্য শিক্ষার্থী বর্তমানে চরম ঝুঁকি নিয়ে ঐ কাঠের সাঁকো পেরিয়ে তাদের প্রিয় শিক্ষাঙ্গনে আসতে দেখা যায়। এমনকি বিশাল এলাকার দৈনিক ১৫ হাজার লোকজন বিভিন্ন কাজকর্মের লক্ষ্যে বাজারে যাতায়াত করে থাকে। আবার আসন্ন বর্ষার পূর্বে যদি ঝুলন্ত ব্রীজটি পূর্ণাঙ্গ ব্রীজে রূপান্তর না করে তাহলে ফের বর্ষা মৌসুমে মরণ দশায় ভুগতে হবে বৃহত্তর এলাকাবাসীকে। সে সাথে নানা দূর্ভোগ আর দূর্গতিতে নিপতিত হবে সাধারণ লোকজন। অন্যদিকে ঈদগাঁও-ইসলামাবাদ বাঁশঘাটা ব্রীজ দিয়ে পোকখালীর গোমাতলীসহ নানা স্থানে লোকজন চলাচল করে থাকে। তাই ব্রীজটি দ্রুত নির্মাণের জোর দাবী জানান শত শত পথচারী। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিকের সাথে আজকের দেশবিদেশের এ প্রতিনিধির কথা হলে তিনি- এখনো বাজেট হয়নি বলে জানান।

পাঠকের মতামত: