ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

ইসলামাবাদে বলিখেলার নামে জুয়ার আসর পন্ড

2(1)মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :::

কক্সবাজার সদরের ইসলামাবাদে বলিখেলার নামে জমজমাট জুয়ার আসর পন্ড করে দিয়েছে পুলিশ। স্থানীয় জনমতকে উপেক্ষা করে প্রতিবারের ন্যায় এবারও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে মহা সমারোহে এ বৈশাখী মেলার আয়োজন করেছিল স্থানীয় প্যানেল চেয়ারম্যান নুরুচ্ছফা। তবে বলিখেলাটি পোকখালী ইউনিয়নের শামসু মেম্বারের নামে দেয়ায় প্রভাবশালী লোকজন আগে থেকেই ক্ষিপ্ত ছিলেন। ১৩ মে শনিবার থেকে পশ্চিম টেকপাড়া ডান্ডি বাজার বিলে শুরু হওয়া এ জুয়ার আসরটি স্থানীয় জনতা ও প্রশাসনের হস্তক্ষেপে ভন্ডুল হয়ে যায়। একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে কক্সবাজার মডেল থানার একদল পুলিশ সকাল ১১ টার দিকে অভিযান চালিয়ে জুয়ার মহোৎসবটি বন্ধ করে খেলা গুটিয়ে নিতে বলে। এ খেলা উপলক্ষ্যে আয়োজকরা মোটর সাইকেল, অটোরিক্সা, ফ্রিজ, বাই সাইকেল, রঙ্গিন টেলিভিশনসহ বিভিন্ন পুরস্কারের অপার দিয়েছিল। খোঁজ নিয়ে জানা গেছে, আয়োজক নুরুচ্ছফা ৩ দিনের এ বলিখেলাটি জুয়াড়ি সিন্ডিকেটকে ৮ লাখ টাকার বিনিময়ে নিলাম দিয়েছিল। নিলামকৃত অর্থের একাংশ আয়োজক নুরুচ্ছফা গ্রহণও করে জুয়াড়ি সিন্ডিকেটের কাছ থেকে। এর কিছু অংশ স্থানীয় পুলিশ প্রশাসনসহ প্রভাবশালী ব্যক্তিবর্গকে সম্মানী হিসাবে বিতরণ করা হয়। উল্লেখ্য, জালালাবাদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ বেশ কয়েকদিন যাবত বিভিন্ন স্থানে বলিখেলার নামে জমজমাট জুয়ার আসর বন্ধ করতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে আসছিলেন। যে স্থানে বলিখেলাটি আয়োজন করা হয়েছিল তার পাশের্^ ইছাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসাসহ এলাকার সুপ্রাচীন ঐতিহ্যবাহী জামে মসজিদ। উক্ত খেলা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা প্রশাসনের প্রতি ক্ষোভে উত্তাল ছিলেন। প্রশাসন জনমতের প্রতি সম্মান জানিয়ে এ জুয়ার আসর বন্ধ করায় সংশ্লিষ্টদের সাধুবাদ জানিয়েছেন এলাকার ধর্মপ্রাণ লোকজন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সামিয়ানার নিচে যে চেয়ার বসানো হয়েছিল তার প্রত্যেকটায় বসা বাবদ আয়োজকরা জন প্রতি একশ টাকা হারে নিয়েছিল।

 

পাঠকের মতামত: