ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

ইসলামাবাদে পুকুরে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

panite_dube_mrittuNihoto-3এইচ. এম. রুস্তম আলী, ঈদগাঁও :::

শখ করে কেনা ঈদের নতুন জামা পরা হলো না, বেড়াতে যাওয়া হলো না ঈদে স্বজনদের বাড়ীতে। প্রতিবছরের ন্যায় এবারও নতুন জামা পরে বেড়াতে যাওয়ার কথা ছিল আত্মীয় স্বজনদের বাড়ীতে। এসব কথাগুলো বলে – মায়ের বুক ফাটা আর্তনাদে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে ২৫ জুন সকাল সাড়ে ৮টায় সদরের ইসলামাবাদ ইউনিয়নের হাজীপাড়া গ্রামের শাহ ডুলাফকির মাজারের পুকুরে ডুবে ২ সহোদর আবদুল্লাহ (১২), তুহিন (৭) ও তাসমিন (৮)সহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আবদুল্লাহ ও তুহিন স্থানীয় আবদু ছমদের পুত্র, অপর তাসমিন রহমান মনি একই এলাকার আবুতাহেরের পুত্র বলে জানা গেছে। সরেজমিন গিয়ে আত্মীয় স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টায় তারা ৫ শিশু খেলা করতে যায়। এক পর্যায়ে পুকুরে বাঁশের ভেলা ভাসতে দেখে ৫জনই তাতে ঝাঁপ দেয়। এতে ২ জন কোন রকম উঠে আসতে পারলেও ৩ জন গভীর পানিতে ডুবে যায়। নিহত আবদুল্লাহর ছোট ভাই আজিজ বাড়ীতে এসে খবর দিলে আত্মীয়-স্বজন ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালায়। খোঁজাখুজির পর প্রায় ১ ঘন্টা পর ঐ ৩ শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ খায়রুজ্জামান, ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাবা-মা, আত্মীয়-স্বজনের গগণ বিদারী আর্তনাদে নিহত শিশুদেরকে দেখতে আসা শোকাহত অধিকাংশ মানুষের চোখেও পানি দেখা গেছে। স্থানীয়রা শীঘ্রই পুকুরটির চারদিকে বেড়া দেওয়াসহ জনসাধারণের ব্যবহার নিষিদ্ধ করার জোর দাবী জানান। তা না হলে এভাবে আরো ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

পাঠকের মতামত: