ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

ইসলামাবাদে তাফসীর মাহফিলে মিজানুর রহমান আজহারী আসছেন…….

নিজস্ব প্রতিবেদক, ঈদগাঁও ::  ইসলামাবাদের ইউছুপেরখীল সীরাত কমিটির উদ্যোগে দুদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে মুফাচ্ছিলে কোরান, সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা ড.মিজানুর রহমান আজহারী আসছেন।
২৬ ও ২৭ ডিসেম্বর ইউছুপেরখীল সীরাত ময়দানে প্রথম দিনে তাশরিফ পেশ করবেন, চট্রগ্রামের হয়রত মাওলানা ফানাবিল্লাহ বিন আযাদ,বাংলাদেশ বেতার ও টেলিভিশনের ধর্মীয় আলোচক হয়রত মাওলানা এনামুল হক ইসলামাবাদী,এজি লুৎফুর কবির মহিলা আলিম মাদ্রাসার প্রভাষক আবদু রহমান আযাদ,ডুলা ফকির (রা:) জামে মসজিদ পেশ ইমাম হাফেজ বদিউল আলম।
আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্য রয়েছেন, সদর রামু আসনের মাননীয় সাংসদ সাইমুম সরওয়ার কমল,জেলা পরিষদের সদস্য সোহেল জাহান চৌধুরী,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ার ম্যান রশিদ মিয়া,ঈদগাঁও চেয়ারম্যান ছৈয়দ আলম,জালালাবাদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ,ইসলামপুর চেয়ারম্যান আবুল কালাম, পোকখালী চেয়ারম্যান রফিক আহমদ,চৌফল দন্ডী চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল,জেলা যুব লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির হিমু,স্থানীয় মেম্বার দিদারুল ইসলাম। সভাপতিত্ব করবেন,ইসলামাবাদ চেয়ারম্যান নুর ছিদ্দিক।
দ্বিতীয় দিনে তাশরিফ পেশ করবেন, ঢাকার আন্তজার্তিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিলে কোর আন,বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হয়রত মাওলানা
মিজানুর রহমান আজহারী,খুরুস্কুলের জয়নাল আবেদীন, রামুর রহমানিয়া আলিয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা আবদু রহিম বশরী,ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার উপাধাক্ষ মাওলানা নুরুল আবছার কাদেরী,দক্ষিন চাক মারকুল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আহমদ।
আমন্ত্রিত অতিথির মধ্যে থাকবেন,কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল,ইসলামাবাদের সাবেক চেয়ারম্যান জাফর আলম,ঈদগাহ আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ হেফাজত উল্লাহ নদভী, বাংলাদেশ বার কাউন্সিলের এডভোকেট ব্যারি ষ্টার নুরুল আজিম,খুটাখালী তমিজিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ উমর হামজা,এ জি লুৎফুর কবির মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ছৈয়দ,ঈদগাহ আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুল ইসলাম। সভাপতিত্ব করবেন,ইউছুপেরখীল সীরাত কমিটির উপদেষ্টা মাষ্টার আমান উল্লাহ।

দুইদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আযহারী আসার সত্যতা নিশ্চিত করেন,সীরাত কমিটির সভাপতি হুমায়ুন কবির শহিদু।

পাঠকের মতামত: