ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

ইসলামপুর লবণ মিল মালিক সমিতির নির্বাচন জমে উঠেছে

swsssসেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার :::

কক্সবাজার জেলার লবণ শিল্প নগরী ইসলামপুর লবণ মিল মালিক সমবায় সমিতির (রেজি: নং:১৪৭৩) দ্বি-বার্ষিক নির্বাচন জমে উঠেছে। আগামী ২০ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে ৬টি পদের বিপরীতে সমিতির ১৭ জন সদস্য বিভিন্ন পদে লড়ছেন। তৎমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোস্তাক আহমদ দপ্তর সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটি ও প্রধান নির্বাচন কমিশনার শেখ ফরিদুল ইসলাম জানিয়েছেন, সমিতির প্রথম বারের মত ব্যাপক ঝাঁকঝমক পূর্ণভাবে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সমিতির সদস্য সংখ্যা ৭৪ জন। গত ১ এপ্রিল নির্বাচনের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এবং ৮ এপ্রিল মনোনয়ন পত্র দাখিল করেন প্রার্থীরা। ১০ এপ্রিল প্রার্থীদের প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দপ্তর সম্পাদক পদে মোস্তাক আহমদ (শাহরিয়ার সল্ট) নির্বাচিত হন। ৭ টি পদের মধ্যে একটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকি ৬ টি পদের বিপরীতে ১৭ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করছেন। তাদের মধ্যে সভাপতি পদে শামসুল আলম আজাদ (মেসার্স শাহরিয়ার সল্ট), ফরিদুল ইসলাম খান (মোহাম্মদিয়া সল্ট), সহ সভাপতি ফিরোজ আহমদ (এস.আর. সল্ট), আলহাজ্ব ফরিদুল আলম কোম্পানী (আল সৌদিয়া সল্ট), সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ আলম (এফ আলম সল্ট), মনজুর আলম (হক সল্ট), মনছুর আলম খান (মাবিয়া সল্ট), সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (বোগদাদিয়া সল্ট), কামাল উদ্দিন (এন আমিন সল্ট), কোষাধ্যক্ষ মোক্তার আহমদ (তকদীর সল্ট), ছলিম উদ্দিন কাদেরী (মক্কা সল্ট),সদস্য যথাক্রমে আবু সাদাত মো: সায়েম (হাজী সল্ট), এড. তারেকুল ইসলাম (এল কে সল্ট), নাছির উদ্দিন (আল নাছির সল্ট), নাছির উদ্দিন কাইছার (আর এম সল্ট), কাজী আবুল মাসুদ (আহমদীয়া সল্ট) ও জয়নাল আবেদীন (সীরুজ কেমিক্যাল ইন্ডা:)। তিনি নির্বাচন সুষ্ট ভাবে সম্পন্ন করার জন্য সমিতির সদস্য, আইন শৃংখলা বাহীনি, সাংবাদিক ও এলাকাবাসীর সার্বিক সহযোগীতা কামনা করেছেন। নির্বাচনে কমিশনার হিসাবে রয়েছেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা আবু মকসুদ, ঈদগাঁও পুলিশ তদন্তকেন্দ্র আইসি মিনহাজ মাহমুদ ভুইয়া, চেয়ারম্যান মাষ্টার আবদুল কাদের ও মাওলানা আবদুল করিম। নির্বাচনের দিন যথই ঘনিয়ে আসছে ততই প্রার্থীদের দৌড়ঝাপ বেড়ে গেছে। ইসলামপুর বাজারসহ সর্বত্র চলছে মিল মালিক সমিতির নির্বাচনী হাওয়া। ভোটারদের ধারে ধারে ঘুরছেন প্রার্থীরা। তাদের মধ্যে ক্লিন ইমেজধারী প্রার্থীদের জয়ী হওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন একাধিক ভোটাররা। তবে শেষ লড়াই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে হবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত।

পাঠকের মতামত: