সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি ::
কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর নতুন অফিসে চলছে ননষ্টফ জুয়াখেলা। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত জুয়া খেলায় মাতোয়ারা হয়ে উঠেছে স্থানীয় যুবকরা। তাদেরকে সহযোগিতা করছে স্থানীয় কজন প্রভাবশালী। তাদের বিরুদ্বে মুখ খোলার সাহস পাচ্ছেনা এলাকার জনপ্রতিনিধিরা। অভিযোগ রয়েছে, নতুন অফিস ও পার্শ্ববর্তী খুটাখালী শিয়াপাড়ার ৬ জন জুয়াড়ী এ আসরের নেতৃত্ব দিয়ে আসছে। তাদের সাথে পুলিশ প্রশাসনের দহরম মহরম থাকায় হরদম জমে উঠেছে জুয়াখেলা। জুয়াখেলার কারনে এলাকার পরিবেশ দিন দিন নষ্ট হচ্ছে বলে জানালেন এলাকাবাসী।
সুত্র জানায়, ইসলামপুর নতুন অফিস বাজারের উত্তর পাশে ব্রীজের পূর্ব দিকে পাহাড়ের ঢালুতে সকাল থেকে বসে জুয়ার আসর। এ আসরে রাতদিন নেতৃত্ব দিয়ে আসছেন নতুন অফিসও খুটাখালী শিয়াপাড়ার ৬ জন জুয়াড়ী। তারা স্থানীয় জুয়াড়ীদের নিয়ে আসর বসায়। এ আসরে চলে মদ হেরোইন গাজাঁসহ নানা অসমাজিক কার্যকালাপ। স্থানীয় উঠতি বয়সের যুবকরা এ আসরে জড়িত হয়ে এলাকায় চুরি ডাকাতি কাজে জড়িয়ে পড়েছে। তাদেরকে বাধা দিতে চরম হুমকিতে পড়েছেন এলাকার জনপ্রতিনিধি। ইসলামপুর ইউপির এক মেম্বার নাম প্রকাশ না করার শর্তে জানান, জুয়াড়িদের কারনে শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষার্থীরা চলাফেরায় মহাবিপাকে পড়েছে। পার্শ্ববর্তী শিক্ষাপ্রতিষ্টানের পরিবেশও নষ্ট হচ্ছে দিনের পর দিন। তারা প্রভাবশালী হওয়ায় চকরিয়া থানা ও ঈদগাঁও পুলিশ জেনেও না জানার ভান করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ফুলছড়ি দাখিল মাদ্রাসার এক সহকারী শিক্ষক জানান, জুয়াড়ীরা এত বেপরোয়া যে স্থানীয়রা তাদের কাছে অসহায়। তাদের কারনে এলাকার পরিবেশ বিষিয়ে উঠেছে। তাদের বিরুদ্বে আইনগত ব্যাবস্থা নেয়ার জন্য তিনি পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি (উপপরিদর্শক) খায়রুজ্জামান জানান, দুই থানার সীমান্তবর্তী এলাকা হওয়ায় অপরাধীরা পার পাচ্ছে। জুয়াড়িদের খোঁজ খবর নিয়ে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
পাঠকের মতামত: