ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

ইসলামপুরে সৌদিয়া পরিবহন ধাক্কায় কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু : শোকের ছায়া

এম আবুহেনা সাগর ::

কক্সবাজার সদরের ইসলামপুর নতুন অফিস এলাকায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় এক কন্যা শিশু মর্মান্তিক মৃত্যু হয়েছে খবর পাওয়া গেছে।  ৭ সেপ্টেম্বর দুপুর বারটার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত শিশু জালালাবাদ ছাতিপাড়া এলাকার ডেকোরের্টাস ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের কন্যা । হাইওয়ে পুলিশ ঘাতক বাসটি জব্দ করতে পারলেও চালক হেলপারকে আটক করতে সক্ষম হয়নি। তবে প্রত্যাক্ষদর্শী সূত্র মতে, ঘটনার পূৃর্বের দিন নিহত বাবুনী (৮) তার বোনের সাথে  ফুফুর বাড়িতে বেড়াতে আসে । পরদিন ৭ সেম্পেম্বর দুপুর বারটার দিকে ঐ শিশু কন্যাটি নতুন অফিস বাজারের দোকান থেকে পন্য ক্রয় করে রাস্তা পারাপার কালে কক্সবাজার মূখী সৌদিয়া পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারায়। বাবুনীর মামা ইসমাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বাবুনী ঈদগাঁও বাজারের কাঁচা মাল ব্যবসায়ী আলী আহমদ ও ডেকোরেশন ব্যবসায়ী জাফর আলমের নাতি। তার মৃত্যুতে পরিবার পরিজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তবে হাইওয়ে পুলিশ বাসটি জনতায় সহায়তায় ঈদগাঁও গরু বাজার এলাকা থেকে জব্দ করেছে বলে জানা গেছে।

পাঠকের মতামত: