ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

ইসলামপুরের ব্যবসায়ী ছাদেক রেজার মৃতদেহ উদ্ধার

সেলিম উদ্দীন, ঈদগাঁও, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদরের শিল্প নগরী ইসলামপুরের এক ব্যবসায়ী রামু থেকে রহস্যজনক ভাবে নিখোঁজের একদিন পর মৃতদেহ পাওয়া গেছে। নিহত ছাদেক রেজা (৪২) ইউনিয়নের খাঁনঘোনা এলাকার মৃত বদিউল আলম প্রকাশ বদু দালালের ছেলে বলে জানা গেছে।

ছাদেক রেজার ছোট ভাই হারুন অর রশিদ জানায়, গত ১১ অক্টোবর বিকালে রামু সিটি পার্কে তাদের এক নিকট আত্মীয়ের বিয়ের দাওয়াতে যায়। যথাসময়ে খাওয়া ধাওয়া শেষে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করেন। গতকাল সারাদিন- রাত বাসায় না আসলে সবার নজরে পড়ে। অধ্যবধি কোন সন্ধান না পেয়ে প্রশাসনিক সহযোগিতার জন্য তৎপর হয়ে উঠে। এদিকে শুক্রবার ১২ অক্টোবর বিকেলে তার ভাই নিখোঁজের সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচার করা হলে এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামু বাইপাস এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ছাদেক রেজার নিকটাত্মীয় ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ। এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য রামু থানার ওসিকে মুঠোফোনে কয়েকবার রিং দেয়া হলেও পাওয়া যায়নি।

১২ অক্টোবর ২০১৮ ইং।

পাঠকের মতামত: