ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

ইসরারের জানাজা বিকাল সাড়ে পাঁচটায় সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে

নিজস্ব প্রতিবেদক ::
দীর্ঘ প্রায় ২৬ ঘন্টা পর উদ্ধার স্কুল ছাত্র ইসরার হাসনাইনের নামাজে জানাজা সোমবার (২৮ জুন) বিকাল সাড়ে পাঁচটায় কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইসরারের মেজ মামা সাংবাদিক সায়েদ জালাল উদ্দিন।

রবিবার (২৭ জুন) সকাল পৌনে ৮ টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে যাওয়া বন্ধুকে উদ্ধার করতে গিয়ে ডুবোচরে আটকা পড়ে নিখোঁজ হয় ইসরার হাসনাইন (১৫)।

একই সময় ইয়াসিন আরাফাত ও আফিফ হোসাইন তাহসিন মিরকাত নামের দুই বন্ধু উদ্ধার হলেও সন্ধান মেলেনি ইসরারের।

দীর্ঘ প্রায় ২৬ ঘন্টা পরে সোমবার (২৮ জুন) সকাল পৌনে ১০ টার দিকে সৈকতের শৈবাল পয়েন্টে লাশটি দেখতে পায় স্থানীয়রা।

মূলত: যে পয়েন্টে দুর্ঘটনাটি ঘটে সেই পয়েন্টেই লাশটি পাওয়া যায়।

ইসরার হাসনাইন কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির ছাত্র এবং শহরের বিকেপাল সড়কের শের আলী মিয়া লেনের আলহাজ্ব আমান উল্লাহর ছেলে।

ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক পিন্টু রায় বলেন, লাশের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছি। স্থানীয় লাইফগার্ড, ভাসাজালের জেলেদের সহায়তায় কূলে আনা হয়।

ক্ষুদ্র জেলে হাবিবুর রহমান কাজল বলেন, রবিবার সকালে আমি সুতোর ঝাঁকি জাল দিয়ে মাছ ধরছিলাম। ওই সময়ে সৈকতের ‘বাহিরের চরে’ গিয়ে কিছু ছেলে গোসল করতে দেখে নিষেধ করি। তারা নিষেধ না মেনেই গোসল করছিল। কিছুক্ষণ পরে ফিরে আসার পথে চোরাগর্তে পড়ে যায় দুইজন। সেখান থেকে একজন তাৎক্ষণিক উদ্ধার হয়। আরেকজনকে পাওয়া যায় নি।

পাঠকের মতামত: