ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

ইরাকের প্রধানমন্ত্রীর পদত্যাগ

কালেরকন্ঠ : সরকারবিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহাদি।

টানা দুই মাসের বিক্ষোভ, সহিংসতার জেরে শুক্রবার (২৯ নভেম্বর) এক বিবৃতিতে এ ঘোষণা দেন তিনি। শিগগিরই পার্লামেন্টে পদত্যাগপত্র জমা দেয়া হবে বলেও জানান মাহাদি।

গত ১ অক্টোবর থেকে কর্মসংস্থান সংকট দূর করা, দুর্নীতি বন্ধসহ সরকারি সেবার মান বাড়ানোর দাবিতে রাজধানী বাগদাদসহ বিভিন্ন শহরে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। চলমান এ বিক্ষোভে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে চারশ’র বেশি মানুষ।

কেবল বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন ৫০ জন।

পাঠকের মতামত: