ঢাকা,সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

ইউনিয়ন পরিষদ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে -জেলা প্রশাসক

11এম.এ আজিজ রাসেল ::

জেলা প্রশাসক মোঃ আলী হোসেন বলেছেন, ইউনিয়ন পরিষদ হচ্ছে দেশের অন্যতম প্রাণ। সরকার ইতিমধ্যে ইউপির নির্বাচন সফল ভাবে সম্পন্ন করেছে। হাতে নিয়েছে ব্যাপক উন্নয়ন কার্যক্রম। তাই এসব কার্যক্রম সম্পাদনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। গতকাল ২৮ জুন মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বিতীয় লোকাল গভন্যান্স সাপোর্ট প্রজেক্ট এলজিএসপি-২ এর আওতায় জেলা সমন্ব কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ারুল নাসের, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবদুর রহিম, টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোঃ ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদুল হক বাহাদুর ও রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা কাজী। এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: