বায়তুশ শরফের পীর ছাহেব কেবলা বাহারুল উলুম আল্লামা শাহ মুহাম্মদ কুতুব উদ্দিন (ম:জি:আ:) বলেছেন, আল্লাহ ও রাসুল (সা:) এর নৈকট্য অর্জন করতে হলে পীর আউলিয়াদের পথ অনুসরণ করতে হবে। বড়পীর হযরত আবদুল কাদের জিলানী (রা:) ত্বরিকায়ে আলিয়া-কাদেরীয়ার মাধ্যমে পথভ্রষ্ট মানুষদের আল্লাহ ও রাসুলের পথে এনেছেন। পীর আউলিয়ারা দুনিয়াবী কোন লোভ লালসায় ছিলেননা। তারা আমৃত্যু ইসলাম ও হেদায়তের পথে দাওয়াত দিয়েছেন। ইসলামের পথে দাওয়াত দিতে গিয়ে যুগে যুগে নবী-রাসুল (সা:) গণ ও পীর আউলিয়ারা অনেক বাধা বিপত্তির সম্মুখিন হয়েছেন। এরপর আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরে দাঁড়াননি। বায়তুশ শরফ পীর ছাহেব কেবলা বলেন, মানুষ বাইয়াতে জিন্দেগীর মধ্যে না থাকলে পথভ্রষ্ট হবেই, এজন্য নিজেদের গুণাহ ও দোষ স্বীকার করে আল্লাহ’র কাছে নিজেদের সোপর্দ করার নামই হচ্ছে বাইয়াত। তিনি ২৫জানুয়ারী বেলা ২টা থেকে চকরিয়া মসজিদ বায়তুশ শরফ কমপ্লেক্স কর্তৃক আয়োজিত পবিত্র ইছালে ছাওয়াব মাহফিলে রাত ৮টায় প্রধান পৃষ্টপোষক হিসেবে উপরোক্ত আলোচনা রাখেন। তিনি মসজিদের সার্বিক উন্নয়ন কাজ দেখে সন্তোষ্ট প্রকাশ করেন।
চকরিয়ার মসজিদ বায়তুশ শরফ কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ¦ আনোয়ারুল হাকিম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আলোচনা করেন আলহাজ¦ মাওলানা কাজী নাছির উদ্দিন, আলহাজ¦ মাওলানা ছিদ্দিক আহমদ ফারুকী, আলহাজ¦ মাওলানা শিহাব উদ্দিন, আলহাজ¦ মাওলানা হাফেজ বশির আহমদ, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, অধ্যক্ষ মাওলানা মো: নুরুদ্দোজা, আলহাজ¦ অধ্যক্ষ মাওলানা রুহুল কুদুছ আনোয়ারী আল আজহারী, শাহাজাদা আলহাজ¦ মাওলানা বেলাল উদ্দিন, প্রেস ক্লাব সভাপতি আবদুল মজিদ, পৌরসভার সচিব মাসউদ মোর্শেদ, বায়তুশ শরফ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক হাজী নুর আহমদ সওদাগর, সহসভাপতি হাজী ছালেহ আহমদ সওদাগর, আলহাজ¦ আনোয়ার হোসেন, ফরিদ আহমদ কন্ট্রাক্টর, হাজী নুরুল আমিন সওদাগর, আলহাজ¦ মো: আমিনুল ইসলাম সহ বরণ্য ওলামায়ে কেরামগন এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম জনতা অংশ গ্রহণ করেন।
পাঠকের মতামত: