আলীকদম প্রতিনিধি ::
বান্দরবানের আলীকদমে মাতামুহুরী নদীতে নৌকা ডুবে নিখোঁজ দুই নারী শ্রমিকের মধ্যে মুন্নি আক্তার (৩০) নামের এক নারীর লাশ শনিবার সকালে পাওয়া গেছে। তার বাড়ি আলীকদম সদর ইউনিয়নের সিলেটি পাড়ায়। এখনো পর্যন্ত ছেনোয়ারা বেগম নামে আরেক নারীর লাশ পাওয়া যায়নি।
জানা গেছে, আজ শনিবার সকাল সাড়ে ৮টায় চৈক্ষ্যং খালের মুখে মাতামুহুরী নদীর চরে স্থানীয়রা মহিলার লাশটি দেখে পুলিশকে খবর দেয়। পরে নিহতের আত্মীয়-স্বজন দ্বারা শনাক্তের মাধ্যমে পুলিশ মুন্নি আক্তারের লাশ উদ্ধার করে বান্দরবান মর্গে পাঠায়।
আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রকিব উদ্দিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয় আলীকদম থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
উল্লেখ্য, কাজ শেষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নৌকা পারের সময় মাতামুহুরী নদীর বুজির কুমে নৌকা ডুবিতে ৮ নারী শ্রমিকের মধ্যে ২ নারী শ্রমিক নিখোঁজ হন।
পাঠকের মতামত: