ঢাকা,সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

আলীকদমে এলভিএমএফ এর সংলাপ ও সমন্বয় সভা

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি ::  বান্দরবানের আলীকদম উপজেলা লোকাল ভলান্টিয়ার মেডিয়েটরস্ ফোরামের (এলভিএমএফ) সংলাপ ও সমন্বয় সভা বৃহস্পতিবার দামতুয়া হোটেল সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এলভিএমএফ সভাপতি ও নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোগ্য মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রিসোর্স পার্সন ছিলেন লামা সদর ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু কুমার সেন ও রূপসী পাড়া ইউনিয়নের চেয়ারম্যানের চাচিং মার্মা। এতে স্বাগত বক্তব্য দেন ইউএনডিপির প্রোগ্রাম অফিসার গোলাম মোস্তফা কামাল। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান এলভিএমএফ সহ-সভাপতি ফেরদৌস রহমান, এলভিএমএফ এর সাধারণ সম্পাদক মংক্যনু মারমা, ইউএনডিপির উপজেলা ফ্যাসিলেটর মোঃ সেলিম উদ্দিন, শ্রমিকলীগ সভাপতি ও এলভিএমএফ কার্যকরী সদস্য সাতুল বড়–য়া, আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ, বুলু তঞ্চঙ্গ্যা কার্বারী, আগস্টিন ত্রিপুরা কার্বারী ও অলিউর রহমান মেম্বার প্রমুখ। অনুষ্ঠানে

সভায় বক্তারা বলেন, ইউএনডিপি’র সহযোগিতায় পরিচালিত এলভিএমএফ গত একবছর ধরে আলীকদম উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রতি, ভূমি বিরোধ নিরসন, পারিবারিক ও সামাজিক দ্বন্ধ নিরসন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ নানান সমস্যার শান্তিপূর্ণ নিরসনে কাজ করে আসছে। তিন পার্বত্য জেলায় আলীকদম এলভিএমএফ দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যে নিরলস কাজ করছে। আগামীতে এ কমিটির উদ্যোগে পরিবশে সুরক্ষা, শিক্ষা ও চিকিৎসা সুনিশ্চিতকরণের প্রশাসনিক উদ্যোগকে সহায়তা, পানীয় জলের সংকট নিরসন, সরকারি পরিসেবাগুলোর সুষ্ঠু বাস্তবায়নে জনসচেতনা তৈরী ও পাড়া বন রক্ষাসহ বিভিন্ন বিষয়ের তৃণমূল পর্যায়ে সংলাপের আয়োজন করবে।

পাঠকের মতামত: