ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

আলীকদমে এলভিএমএফ উদ্যোগে চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি ::

লোকাল ভলান্টিয়ার মেডিয়েটরস ফোরাম (এলভিএমএফ) আলীকদম উপজেলা কমিটির উদ্যোগে আন্তঃ বিদ্যালয় চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট-২০১৯ এর ফাইনাল খেলা বুধবার সন্ধ্যায় শেষ হয়েছে। এলভিএমএফ সভাপতি ফোগ্য মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদ ইকবাল। এতে বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) রফিক উল্লাহ্, ইউএনডিপির ডিস্ট্রিক্ট ম্যানেজার খুশীরায় ত্রিপুরা ও ইউএনডিপি প্রতিনিধি মোস্তফা কামাল প্রমুখ।

আলীকদম আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউএনডিপির এসআইডি-সিএইচটি প্রকল্প ও বিএনকেস এর সহযোগিতায় এলভিএমফ গত ২৮ এপ্রিল থেকে এ টুর্নামেন্টের আয়োজন করে। বুধবার (৮ মে) অনুষ্ঠিত ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে গোল না হওয়ায় টাইব্রেকারে চৈক্ষ্যং আর্দশ উচ্চ বিদ্যালয় বালিকা দল ৩-১ গোলে আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের বালিকা দলকে পরাজিত করে বিজয়ী হয়। এরপর একই মাঠে অনুষ্ঠিত বালক দলের খেলায়ও নির্ধারিত সময়ে গোল না হওয়ায় টাইব্রেকারে আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয় বালক দল, আবাসিক উচ্চ বিদ্যালয় বালক দলকে ৪-২ গোলে পরাজিত করে বিজয়ী হয়। বিজয়ী ও রানার্সআপ বালক, বালিকা দলের হাতে ট্রপি ও পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

পাঠকের মতামত: