ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

আরও প্রবল হচ্ছে ‘ফণি’, সমুদ্র বন্দরগুলোয় ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত

ডেস্ক রিপোর্ট ::
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘ফণি’ আরও শক্তি সঞ্চয় করে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘন্টায় ১৬০ থেকে ১৮০ কিলোমিটার। শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় ‘ফণি’ ১১৫ কিলোমিটার গতিতে ভারতের উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এই ঘূর্ণিঝড় আগামী শুক্রবারের মধ্যে আরও শক্তিশালী হয়ে ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ঘূর্ণি ফনি এখন বাংলাদেশের সমদ্র উপকুল থেকে ১ হাজার কিলোমিটার দুরে অবস্থান করছে। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় সমুদ্রবন্দরগুলোয় ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

এছাড়া, দেশের কয়েক জায়গায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে, সারাদেশের তাপ্রবাহ কমতে শুরু করেছে। তবে, ফরিদপুর, রাজশাহী, মংলা, যশোর ও চুয়াডাঙ্গায় মৃদু তাপপ্রবাহ শুক্রবার পর্যন্ত চলতে পারে বলে জানালেন এই আবহাওয়াবিদ।

ঘুর্ণিঝড় ফণির কারণে চট্টগ্রাম জেলার সংশি¬ষ্ট সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে

পাঠকের মতামত: