ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

আনসার ক্যাম্পে হামলার ঘটনায় গ্রেফতার ৫

image_159575_0কক্সবাজার প্রতিনিধি :::

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া আনসার ক্যাম্পে হামলা, হত্যা ও অস্ত্র লুটের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত টেকনাফের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কক্সবাজারের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) সরাফত উল্লাহ বিষয়টি জানিয়েছেন।

গত ১২ মে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে টেকনাফ উপজেলার নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের পাশে আনসার ক্যাম্পে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে মোহাম্মদ আলী হোসেন নামের এক আনসার কমান্ডার নিহত হন।
হামলার সময় ওই ব্যারাকে থাকা আনসার সদস্য অজিত বড়ুয়া জানান, রাতে ২০-২৫ অস্ত্রধারী দুর্বৃত্ত ব্যারাকে হামলা চালায়।

তিনিসহ ওই ব্যারাকে নয়জনের সবাই ঘুমিয়ে ছিলেন। এ সময় আনসার কমান্ডার আলী হোসেনের ঘর থেকে আসা শব্দে তার ঘুম ভাঙে। সেখানে গেলে দুর্বৃত্তরা তাকে ও অন্যদের বেধে ফেলে। এরপর আলী হোসেনকে হত্যার পর অস্ত্র লুট করে নিয়ে যায় তারা।
অজিত বড়ুয়া আরো জানান, লুট হওয়া অস্ত্রের মধ্যে পাঁচটি চায়নিজ রাইফেল, দুটি এসএমজি, চারটি শটগান ও ৬৭০টি গুলি রয়েছে।

পাঠকের মতামত: