ঢাকা,সোমবার, ১১ নভেম্বর ২০২৪

আদালতের রায়ে অবশেষে স্বপদে দুই শিক্ষক খুটাখালী কিশলয়ে আনন্দের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

উচ্চ আদালতের মামলার রায়ে অবশেষে চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনে আবারও স্বপদে বহাল হয়েছেন দুই শিক্ষক। দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে গতকাল সোমবার (৩০ অক্টোবর বেলা ১১ টায় কর্মস্থলে ফিরে এসেছেন, কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক তাজুল ইসলাম ও সহকারী শিক্ষক সৈয়দ আকবর।

২০১২ সালে দুই শিক্ষকের সাথে বিদ্যালয় পরিচালনা কমিটির তৎকালীন নেতৃবৃন্দের সৃষ্ট বিরোধের সূত্র ধরে চাকুরী হতে বরখাস্ত হন। ফলে বরখাস্ত হওয়া শিক্ষকগণ এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের দ্বার¯’ হলে, শিক্ষা বোর্ড পক্ষকে শুনানী শেষে তাঁদের বরখাস্ত আদেশ অবৈধ করণ পুর্বক স্বপদে বহাল করার জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতি নির্দেশ দেন। কিন্ত বিদ্যালয় পরিচালনা কমিটি এ নির্দেশের বিরুদ্ধে হাইকোর্ট এবং সর্বশেষ সুপ্রীম কোর্টে আপীল করলে সেখানে হেরে যান।

অবশেষে গত ১৯ সেপ্টেম্বর আদালতের রায় অনুসারে প্রধান শিক্ষক তাজুল ইসলাম ও সহকারী শিক্ষক সৈয়দ আকবরকে স্বপদে যোগদানের জন্য দাপ্তরিক পত্র দেয়া হয়। কিš‘ নানা প্রতিকূলতার কারণে ঐদিন শিক্ষকদ্বয়ের দায়িত্ব গ্রহণ সম্ভব হয়নি। এরপর গত ৩০ অক্টোবর উক্ত দুই শিক্ষক কর্মস্থলে যোগদান পুর্বক হাজিরা খাতায় দস্তখত করেন। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম খাঁন, অরপরাপর সদস্যবৃন্দ ও শিক্ষকগণ উপ¯ি’ত ছিলেন। দুই শিক্ষককে দীর্ঘদিন পর কর্মস্থলে পেয়ে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেশ উচ্ছাস প্রকাশ করেছে। শিক্ষার্থীরা এসময় দুই শিক্ষককে মিষ্টিমুখ করেছেন।

দীর্ঘদিন পর কর্মস্থলে যোগদানের প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রধান শিক্ষক তাজুল ইসলাম ও সহকারী শিক্ষক সৈয়দ আকবর জানান- তাঁরা নির্দোষ, সেটি আদালতের রায়ে প্রমাণিত হয়েছে। উল্লেখ্য দীর্ঘদিন ধরে কিশলয়ে পূর্ণাঙ্গ প্রধান শিক্ষক না-থাকায় এ প্রতিষ্ঠানের শিক্ষা ও প্রশাসনিক শৃঙ্খলায় ব্যাঘাত ঘটে। এলাকার সচেতন মহল অভিমত পোষণ করছেন যে- শীঘ্রই এ সংকট কেটে যাবে।

পাঠকের মতামত: