ঢাকা,শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

আজ এডভোকেট মোঃ শাহ্ আলমের ১ এডভোকেট মোঃ শাহ্ আলমের ১২ মৃত্যুবার্ষিকী 

শাহ্ আলম ১৯৩৮ ইং সালের ১০ ই সেপ্টেম্বর চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ননের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৭৬ সালে কক্সবাজার জেলা বারে যোগদান করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইনজীবী হিসাবে দায়িত্ব পালন করেন। কক্সবাজার জেলা বারে যোগদানের পূর্বে স্বল্প সময়ের জন্য চট্রগ্রাম জেলা বারেও কর্মরত ছিলেন। তিনি জীবদ্দশায় চকরিয়া উপজেলায় কৈয়ারবিল উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় সক্রিয় ভুমিকা পালন করেন। এছাড়া কৈয়ারবিলের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তা ঘাট ও বিভিন্ন উন্নয়ন ও প্রতিষ্ঠায় ব্যাপক ভুমিকা পালন করেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত হামিদ উল্লাহ্ সিকদার পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ কার্যালয় নির্মানের জন্য জমি দানসহ উন্নয়ন কার্যে সক্রিয় ভুমিকা পালন করেন। আইন পেশায় নিযুক্ত থাকাকালীন সময়ে তিনি বিভিন্ন সময়ে চকরিয়া বারের সভাপতি, কক্সবাজার জেলা বারের সহ-সভাপতি ও সদস্য হিসাবে বিভিন্ন মেয়াদে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বন বিভাগের কৌশলী, দীর্ঘ ৮ বছর এজিপি এবং মৃত্যুর আগ পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের কৌশলী হিসাবে নিযুক্ত ছিলেন।
আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ সর্বস্তরের জনসাধারনকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

পাঠকের মতামত: