ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

আগামী ৩০ দিন বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ::  আগামী ৩০ দিন বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) করোনাভাইরাস নিয়ে এক বৈঠক চলার সময় এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বাংলাদেশে করোনাভাইরাসে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু ও সবচেয়ে বেশি করোনাভাইসে আক্রান্ত হয়েছে বলে শনাক্ত হল গত চব্বিশ ঘণ্টায়।

গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে মোট মারা গেছে ৩ জন। নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৫ জন। এ নিয়ে মৃতের মোট সংখ্যা দাঁড়ালো ১২ জন আর শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১২৩ জন।

পাঠকের মতামত: