ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

আগামী নির্বাচনে প্রমাণ হবে চকরিয়া পৌরসভার মাটি শেখ হাসিনার ঘাঁিট -মেয়র আলমগীর চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::  বাংলাদেশ কৃষকলীগ চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও বিশেষ বর্ধিতসভা শুক্রবার বিকালে ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপস্থিত আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে এবং কৃষকলীগের সকলস্তরের নেতাকর্মীর সর্বসম্মতিক্রমে চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড কৃষকলীগের নতুন কমিটিতে আব্দুল জব্বার সভাপতি ও জিয়া উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া পৌরসভার সফল মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী। সম্মেলনে উদ্বোধক ছিলেন চকরিয়া পৌরসভা কৃষকলীগের সভাপতি সুলাল চন্দ্র সুশীল। প্রধান বক্তার বক্তব্য দেন চকরিয়া পৌরসভা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক লোটাস,সাংগঠনিক সম্পাদক কাজী বোরহান উদ্দিন।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর জামাল উদ্দিন, কামাল উদ্দিন ধলু, পৌরসভা আওয়ামীলীগের সদস্য আ ন ম রোস্তম আলী, ৯নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ছুট্টু, সহ সভাপতি ইখতিয়ার উদ্দিন, ৭নং ওয়ার্ড় যুবলীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান। সম্মেলনে নির্বাচিত সভাপতি আব্দুল জব্বার ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সম্মেলনে প্রধান অতিথি চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়ন অগ্রগতির অংশহিসেবে চকরিয়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। সরকারের বিশেষ নজরদারি এবং বিভিন্ন উন্নয়নশীল সংস্থার অর্থায়নে বর্তমানে চকরিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে শতকোটি টাকার উন্নয়ন কাজ চলছে। আগামী বছরের মধ্যে এসব উন্নয়ন কাজ ইনশাল্লাহ দৃশ্যমান হবে।

তিনি বলে, সরকারের এই উন্নয়ন অগ্রগতির সুফল জনগনের কাছে দলের নেতাকর্মী সবাইকে তুলে ধরতে হবে। আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের পাশাপাশি কৃষকলীগের নেতাকর্মীদেরকে সরকারের এই ভিশন বাস্তবায়নে সারথী হয়ে চকরিয়া পৌরসভার প্রতিটি জনপদে কাজ করতে হবে। কাজের মাধ্যমে আগামী নির্বাচনে প্রমাণ করতে হবে চকরিয়া পৌরসভার মাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘাঁিট। সেই লক্ষ্যে কৃষকলীগের নতুন কমিটির নেতাকর্মী সবাইকে দলের জন্য নিবেদিতভাবে কাজ করতে হবে।

 

পাঠকের মতামত: