ঢাকা,মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

আগামীকাল চকরিয়া পৌরশহরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাঈদীর বিশাল সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::  আগামীকাল বুধবার (১৩ ফেব্রুয়ারী) বিকাল তিনটায় চকরিয়া পৌরশহরের পুরাতন এসআলম কাউন্টার মাঠে চকরিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ নেতা আলহাজ ফজলুল করিম সাঈদীর বিশাল সংবর্ধনা। চকরিয়া নাগরিক কমিটির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন বেলা ১১টায় গণমানুষের জনপ্রিয় নেতা ফজলুল করিম সাঈদী ঢাকা থেকে বিমানে কক্সবাজার পৌছঁবেন। এরপর চকরিয়া উপজেলার খুটাখালী থেকে শুরু হয়ে পথিমধ্যে ডুলাহাজারা, মালুমঘাট ও চকরিয়া শহরে গণমানুষের শুভেচ্ছায় সিক্ত হবেন জনপ্রিয় প্রার্থী ফজলুল করিম সাঈদী। এরপর বিকাল ৩টায় চকরিয়া পৌরশহরের চিরিঙ্গাস্থ পুরাতন বাসস্টেশনের পুরাতন এসআলম কাউন্টার সর্বশ্রেণীর মানুষের ফুলেল সংবর্ধনায় সিক্ত হবেন আলহাজ ফজলুল করিম সাঈদী।

অনুষ্ঠিতব্য সংবর্ধনায় যথাসময়ে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সকলস্তরের নেতাকর্মী, সমর্থক ও দলমত নির্বিশেষে চকরিয়া উপজেলার সর্বস্তরের জনসাধারণ সবাইকে উপস্থিত থাকার বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন জনগনের মনোনীত চেয়ারম্যান প্রার্থী চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ক্রীড়া সংগঠক ও শ্রমিকনেতা আলহাজ ফজলুল করিম সাঈদী।

পাঠকের মতামত: