ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

চকরিয়া সাহারবিল ইউপি নির্বাচন

আওয়ামী লীগের মধ্যে নৌকার লড়াই তৃনমুলে মাঠ সাজাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা

এম.জিয়াবুল হক, চকরিয়া :: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ কে সামনে রেখে কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে লেগেছে নির্বাচনী হাওয়া। সরকারের অগ্রাধিকার প্রকল্প দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত চালু হতে যাওয়া স্বপ্নের রেল লাইনের একটি জংশন পড়েছে সাহারবিল ইউনিয়নে। ইতোমধ্যে ইউনিয়ন পরিষদের সামনের মোহনা ঘিরে রেললাইনের নতুন জংশনটি স্থাপিত হতে যাচ্ছে। আর এই রেল জংশন ঘিরে আগামীদিনে একটি গুরুত্বপুর্ণ জনপদে পরিণত হবে সাহারবিল ইউনিয়ন।

গুরুত্বপূর্ণ এই ইউনিয়নে এবার চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে নামতে জোরেশোরে প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্রসহ অন্তত ১০ প্রার্থী। পাশাপাশি সাহারবিল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল তাঁর দায়িত্বপালন কালীন সময়ের উন্নয়ন কর্মকান্ডের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। একইসঙ্গে এবারও দলীয় মনোনয়ন পেতে জোর লবিং চালাচ্ছেন হাইকমান্ডে এমন আভাস মিলেছে তাঁর ঘনিষ্টজন সুত্রে।

বর্তমান চেয়ারম্যান মহসিন বাবুলের মতো এবার চেয়ারম্যান পদে সাহারবিল ইউনিয়নে দলীয় মনোনয়ন তথা নৌকার টিকেট পেতে আরও অনেক আওয়ামী লীগ নেতা নীরবে সরবে দৌড়ঝাঁপ করছেন। নৌকার মনোনয়ন প্রত্যাশীদের তালিকাটাও বেশ লম্বা। ২০১৬ সালের ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছিলেন বর্তমান চেয়ারম্যান মহসিন বাবুল।

এছাড়াও আসন্ন ইউপি নির্বাচনে তিনি নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে আছেন। একইসঙ্গে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে আরো আছেন সাহারবিল ইউনিয়নের বাসিন্দা চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, কক্সবাজার জেলা পরিষদের সদস্য ব্যবসায়ী আলহাজ আবু তৈয়ব, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক সাজিদ হোসেন সাকিব। ইতোমধ্যে সরওয়ার আলম ছাড়া অন্য সবাই পোস্টার ব্যানার ছাপিয়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে নৌকার টিকেট নিশ্চিত করা নিয়ে নীরবে লড়াই চললেও সাহারবিল স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নবী হোছাইন চৌধুরী। প্রায় এবছর আগে তিনি এলাকায় জোরেশোরে নির্বাচনী কর্মকাণ্ড শুরু করেছেন।

বর্তমান চেয়ারম্যান মহসিন বাবুল ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রতিদিন নির্বাচনী এলাকায় সময় দিচ্ছেন। এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময় অব্যাহত রেখেছেন। অন্যদিকে আওয়ামীলীগ নেতা ব্যবসায়ী আবু তৈয়বও ইউনিয়নের প্রভৃতি এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতাও দিচ্ছেন। জনগনের সঙ্গে কুশল বিনিময় চালিয়ে যাচ্ছেন তরুন প্রার্থী সাবেক ছাত্রনেতা সাজিদ হোসেন সাকিবও।

আসন্ন ইউপি নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছেনা এটি আগে থেকে কেন্দ্রীয় নির্দেশনা আছে। সেই কারণে ধানের শীষ প্রতীকের বদলে অন্য প্রতীকে সাহারবিল ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হবেন এমন ঘোষনা দিয়েছেন বিএনপি নেতা নুরুল আমিন চৌধুরী। অন্যদিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় ব্যানার পেস্টুন ছাপিয়ে প্রচারণায় আছেন সাবেক চেয়ারম্যান আলহাজ আবদুল হাকিমের ছেলে এইচএম মাহমুদুল করিম হোছাইন, বর্তমান প্যানেল চেয়ারম্যান এনামুল হকের ছোট ভাই আরমান চৌধুরী, চিকিৎসক নুরুল কামাল ও সমাজ সেবক জুনাইদুল হক।

স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা জানান, আসন্ন সাহারবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী নবীন, প্রবীণ সবাই আমরা আওয়ামী পরিবারের। সুতারাং দলীয় মনোনয়ন চাওয়ার অধিকার সবার আছে। তবে দল যাকে মনোনয়ন দেয়, আমরা সবাই তার হয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করতে প্রস্তুতি নিয়েছি।

 

পাঠকের মতামত: