পেকুয়া প্রতিনিধি ::
বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ পেকুয়া উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ২৯ জুন সন্ধ্যায় পেকুয়া ছৌমুহুনীর ক্রেমলিন চৌধুরী প্লাজায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে কার্যালয় উদ্বোধন করেন পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টইটং ইউপি নির্বাচিত সাবেক চেয়ারম্যান মো: শহিদুল্লাহ বিএ। আওয়ামী ওলামা লীগ পেকুয়া উপজেলা শাখার সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেমেদ্বীন হযরাত মাওলানা অধ্যক্ষ ইউনুচ কাদেরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হযরাত মাওলানা মোহাম্মদ হাসানের পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অথিতি হিসেব উপস্থিত থেকে বক্তব্য রাখেন, যথাক্রমে পেকুয়া উপকূলীয় প্রেস ক্লাবের সেক্রেটারী সাংবাদিক গিয়াস উদ্দিন, চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের বারবাকিয়ার রেঞ্জ কর্মকর্তা মো: আবদুল গফুর, পেকুয়া উপজেলা ওলামা লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা মনিরুল মান্নান, পেকুয়া উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ আবদুল কাইয়ুম, পেকুয়া উপজেলা যুবলীগ নেতা মাষ্টার রেজাউল করিম, যুবলীগ নেতা মো. আজগর আলী প্রমূখ। আলোচনা সভায় বক্তরা বলেছেন, স্বাধীনতার ৪৫ বছর এই প্রথম বারে মাওলানা ইউনুচ কাদেরী ও মাওলানা মোহাম্মদ হাসানের অক্লান্ত চেষ্টা ও পরিশ্রমের ফলে পেকুয়া উপজেলা ওলামা লীগের শক্তিশালী কমিটি হয়েছে। আর আজকের এই দিনে ওলামা লীগের কার্যালয় উদ্বোধন হয়েছে। অতীতে কোন সময়ে কোন কালে পেকুয়া উপজেলায় ওলামা লীগের কোন কমিটি ছিলনা। বক্তারা বলেন, পেকুয়া উপজেলা ওলামা লীগ পেকুয়া উপজেলাজুড়ে সরকারের ইসলামের প্রচার ও প্রসারে গৃহীত কর্মসূচী ও বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে আলেম উলামাদের মাধ্যমে সাধারন মানুষদের মাঝে পৌঁছে দিয়ে সরকারের ভাবমূতি তথা শেখ হাসিনার নেতৃত্বকে আগামীতে আরো সুসংহত করবে। অনুষ্টানের প্রধান অথিতি পেকুয়া উপজেলা আওয়ামী লীগ নেতা শহিদুল্লাহ বিএ পেকুয়া উপজেলা ওলামা লীগ সহযোগীতা আশ্বাস দেন।
পাঠকের মতামত: