ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

অাড়াই মাস পর দেশে পৌঁছলো সৌদিতে বোমা হামলায় নিহত পেকুয়ার মোশারফের মৃতদেহ

এইচ এম রিয়াজ, সৌদিআরব থেকে:
অবশেষে আইনি প্রক্রিয়ার পর দীর্ঘ দুই মাস ২০ দিন পরে দেশে পেঁছলো পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের মিয়ার পাড়া এলাকার সৌদি প্রবাসি মোশারফ হোসেইন এর মরদেহ।

শুক্রবার (দিবাগত বৃহস্পতিবার) রাত দেড়টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পোঁছায় মরদেহ। সেখান থেকে তার
স্বজনেরা মোশারফের মরদেহ গ্রহণ করেন।

শুক্রবার বিকালের দিকে মোসাররফের পারিবারিক কবর স্থান মিয়ার পাড়ায় জানা শেষে দাফনের কথা রয়েছে।

গত ৫ অক্টোবর সকাল দশটায় সৌদিআরবের জিজান আল আরধায় নিজ কর্মস্থলে ইয়েমেনের বিদ্রোহী হুদী জঙ্গী গোষ্টির অতর্কিত বোমা হামলার শিকার হয়ে গুরুতর আহত হয় মোশারফ।

তাকে উদ্ধার করে সৌদিআরবের আবু আরিশ কিং ফরহাদ জেনারেল হসপিটালে ভর্তি করানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ অক্টোবর সকালে মারা যায় মোশাররফ।

সৌদিতে বসবাসরত মোশারফের চাচা মুহাম্মদ রহিম এর সাথে কথা বলে জানা যায়, গত রমজানের আগে জীবিকার টানে ভাগ্য বদলাতে সৌদিআরব আসেন নিহত মোশারফ। কিন্তু ভাগ্যের পরিণাম যে তার মৃত্যুতেই পরিনত হবে কে জানত?
প্রবাস জীবনে মাত্র ছয়মাস হতে না হতেই বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যুবরণ করেন মোশারফ।

তিনি বলেন সৌদিতে কেউ এরকম হামলার শিকার হলে সৌদি সরকার কর্তৃক নিহতের পরিবারকে ১০ লক্ষ্য রিয়াল ক্ষতিপূরণ দেওয়ার বিধান থাকলেও মোশারফের ক্ষেত্রে তা কেন করা হয়নি আমরা বুঝতে পারছি না। আমরা তার মরদেহ দেশে প্রেরণের ক্ষেত্রেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি। যার কারণে এতদিন সময় লেগে যায়।

দুঃখের সাথে তিনি বলেন, সরকার ও বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষের কাছে অনেক সহযোগিতা চাওয়া হয়েছে। দুঃখজনক, তারা সহযোগিতা দেয়নি।

পাঠকের মতামত: