ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

অস্ত্রসহ দুই মামলার আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :: কক্সবাজারের চকরিয়ায় অস্ত্রসহ লুতু মিয়া ওরফে গুরা মিয়া (২৪) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার লুতু মিয়া মহেশখালী থানার উত্তর নলবিলা এলাকার মৃত রাজা মিয়ার ছেলে।

বুধবার (২২ জুন) দুপুর পৌনে ২টায় চকরিয়ার পশ্চিম দরবেশহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে দরবেশহাট এলাকায় অভিযান চালিয়ে লুতু মিয়া ওরফে গুরা মিয়া নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কোমর থেকে ১টি ওয়ানশুটার গান উদ্ধার করা হয়। তার বিরুদ্ধ মহেশখালী থানায় অস্ত্র-মারামারির ২টি মামলা পাওয়া যায়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: