ঢাকা,শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

অসহায় মানুষদের পাশে না দাঁড়িয়ে সম্পদ লুটে খাচ্ছে ক্ষমতাসীনরা- শাহজাহান চৌধুরী

উখিয়া প্রতিনিধি ::evevev

রোববার (১৬জুলাই) উখিয়া উপজেলার রুমখাঁ কোলাল পাড়া, বাজার পাড়া, পশ্চিম রতœা সওদাগর পাড়া, পাইন্যাশিয়া চর পাড়া, দক্ষিণ পাইন্যাশিয়া, আনার পাড়া, জুম্মা পাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহ্ জাহান চৌধুরী। সময় উপস্থিত ছিলেন- বিএনপির নেতা জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি, উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী সহ উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দরা।
ত্রাণ বিতরণকালে আলহাজ্ব শাহ্জাহান চৌধুরী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের বলেন, বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতার ভোগদখল করে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পাশে না দাড়িয়ে দেশের সম্পদ লুটপাট করে খাচ্ছেন। অনতিবিলম্বে উখিয়া উপজেলাকে বন্যা কবলিত এলাকা ঘোষনা করে তাদেরকে সার্বিক সহযোগিতা করতে বলেন।
উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী বলেন, প্রতিবৎসর উখিয়া উপজেলার বিভিন্ন গ্রাম বন্যায় কবলিত হচ্ছে, এমতবস্থায় বন্যা কবলিত এলাকা গুলোতে আশ্রয় কেন্দ্র নির্মাণ করার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করছেন।

বন্যা কবলিতদের ত্রাণ বিতরণকালে উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা সোলতান মাহমুদ চৌধুরী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা যেমন, কুলাল পাড়া, বাজার পাড়া, চরপাড়া, নতুন চর পাড়া, পাইন্যাশিয়া, আইনার পাড়া, জুম্মাপাড়া সহ বিভিন্ন গ্রাম বন্যায় বেশী পরিমাণ ক্ষতি হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হল এখনো পর্যন্ত ঐ সমস্ত এলাকা গুলোতে এখনো পর্যস্ত সরকারিভাবে কোন ধরণের ত্রাণ পৌছেনি। ক্ষতিগ্রস্ত লোকেরা এখন মানবেতর জীবন যাপন করছেন। সুতরাং সরকারের সুদৃষ্টি কামনা করছেন তিনি।

পাঠকের মতামত: