ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

অশ্লীল কার্যকলাপে লিপ্ত : কক্সবাজারে ৯ তরুনী আটক

শাহজাহান চেৌধুরী শাহিন, কক্সবাজার ::

কক্সবাজার শহরতলির সৈকতপাড়া, লাইটহাউজ পাড়া, কলাতলি, মেরিন ড্রাইভ ও শরণ সমিতির প্লটে গড়ে উঠা কটেজ, গেস্ট হাউস ও ফ্ল্যাটগুলোতে বসে ললনার হাট!! এছাড়াও এইসব এলাকায় মাদক ব্যবসা পতিতাবৃত্তি চলমান ।

আর এসব হাটে ললনা সরবরাহ দেয় বেশ কিছু দালাল। এরই জমির হোসেন রুবেল নামের এক ব্যক্তি আছে শীর্ষে। এই রুবেলের অধীনে রয়েছে আরো ১৫ জন উপদালাল। তার অধীনে রয়েছে রোহিঙ্গা সহ অন্তত ৩৫ জন নারী। যাদেরকে দরদাম ঠিক করেই ওই হাটে বিক্রি করা হয়।

পর্যটন নগরী কক্সবাজারের হোটেল-মোটেল জোনের পার্শ্ববর্তী সাংস্কৃতিক কেন্দ্রের সামনের কটেজ এলাকার সী ফ্লাওয়ার কটেজে অভিযান চালিয়ে ৫ খদ্দের ও ৯ জন পতিতাকে আটক করে কক্সবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন প্রিন্স।

আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। নারী দিয়ে অনৈতিক ব্যবসায় জড়িত থাকায় সীল গালা করে দেয়া হয় কটেজটি।
পতিতা ও খদ্দেরের পাশাপাশি কটেজ মালিক ও দালালদের বিরুদ্ধেও ব্যবস্থা নিলে নির্মুল সম্ভব হবে কক্সবাজারে ললনার হাট।

পাঠকের মতামত: