ঢাকা,শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

অবৈধ অস্ত্র উদ্ধার ও চাঁদাবাজি বন্ধে যৌথ বাহিনীর অভিযান দাবি বান্দরবানে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

বান্দরবান প্রতিনিধি :: উন্নয়নের এবং দেশের গণতন্ত্র রক্ষায় পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার এবং চাঁদাবাজি বন্ধে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগ। গত রোববার দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু মং, পৌর কাউন্সিলর অজিত দাস, রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্যঅং প্রু মারমা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাইহ্লা অং মারমা, সদর ইউপি চেয়ারম্যান সাবুখয় মারমা প্রমুখ।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ক্যশৈহ্লা বলেন, গণতন্ত্রের দেশে আমরা বসবাস করি। কিন্তু সন্ত্রাসী গোষ্ঠীর কাছে জিম্মি পাহাড়ের মানুষ। চাঁদাবাজির কারণে উন্নয়ন কাজ বন্ধ হয়ে যাচ্ছে পাহাড়ে। সন্ত্রাসী গোষ্ঠী গ্রুপের সংখ্যাও বাড়ছে। সরকারি উন্নয়ন কাজের ঠিকাদার, ব্যবসায়ী, কৃষক, শিক্ষা প্রতিষ্ঠান, বয়স্ক-বিধবা ভাতা প্রাপ্ত নারী-পুরুষদের কাছ থেকেও চাদা আদায় করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীরা তৎপরতা চালানো হচ্ছে বলে দাবি করলেও পাহাড়ে অবৈধ অস্ত্রের ঝনঝনানি থামছেনা। তিনি পাহাড়কে সন্ত্রাস-চাদাবাজি মুক্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

পাঠকের মতামত: