ঢাকা,শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

অবৈধভাবে লিবিয়া যাওয়ার পথে শাহ আমানত বিমানবন্দরে ৩৯জন আটক

ctgচট্টগ্রাম প্রতিনিধি ::::

অবৈধভাবে লিবিয়া যাওয়ার সময় ৩৯ জনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের চট্টগ্রাম জোনের পরিচালক লে.কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালিয়ে একটি মানব পাচারকারী চক্র ৩৯ জনকে আটক করা হয়। তিনি জানান, ভূয়া ভিসা দিয়ে প্রতারণার মাধ্যমে একটি আটককৃতদের লিবিয়া পাঠানোর চেষ্টা করেছিল। আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটকের পাশাপাশি মানব পাচারকারী চক্রটিকেও শনাক্ত করেছি।

বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে মিফতাহ উদ্দিন জানান।

 

পাঠকের মতামত: