নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: সমাজে ভালো মানুষেরাই থাকবে, এখানে অপরাধীদের থাকার কোন ধরণের সুযোগ নেই। অপরাধী যত বড় শক্তিশালীই হোক না কেন, অপরাধ করলে পার পাওয়ার সুযোগ দেওয়া হবে না। তাকে অবশ্যই আইনের আওতায় নেওয়া হবে।
কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান গতকাল বৃহস্পতিবার চকরিয়ার বিএমচর ইউনিয়ন পরিষদ মাঠে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’-স্লোগানে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে চকরিয়া থানার আয়োজনে পূর্ব বড় ভেওলা, বিএমচর ও কোনাখালী ইউনিয়নের সমন্বয়ে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনির সভাপতিত্বে ও মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আবদুল জব্বারের সঞ্চালনায় বিট পুলিশিং সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. তফিকুল আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জুয়েল ইসলাম, বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না প্রমুখ।
পাঠকের মতামত: