ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

অদ্বৈত-অচ্যুত মিশন চকরিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::  অদ্বৈত-অচ্যুত মিশন বাংলাদেশ চকরিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার সকাল ১০টায় চকরিয়া পৌরসভার ৪নম্বর ওয়ার্ডস্থ কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলা উপজেলার সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও গীতাপাঠ অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধক ও পুরোহিত ছিলেন চট্টগ্রাম তুলসীধামের মোহান্ত মহারাজ শ্রীমৎ দেব দীপানন্দ পুরী মহারাজ। চকরিয়া উপজেলা অদ্বৈত অচ্যুত মিশনের সভাপতি প্রিয়তোষ দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ জাফর আলম।
সম্মেলনে মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অদ্বৈত অচ্যুত মিশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, নন্দনকানন তুলসীধাম পরিচলনা কমিটি সাধারণ সম্পাদক স্থপতি প্রণত মিত্র চৌধুরী, অদ্বৈত অচ্যুত মিশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিরন্ময় ধর, কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট রণজিত দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মা, কক্সবাজার জেলা অদ্বৈত অচ্যুত মিশনের সভাপতি ডা. রুপেশ পাল, সাবেক সভাপতি এম.আর চৌধুরী, জেলা অদ্বৈত অচ্যুত মিশনের সাধারণ সম্পাদক সজল ধর, চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ প্রমুখ। এছাড়া মহেশখালী উপজেলার অদ্বৈত অচ্যুত সন্তোষ দে, খাগড়াছড়ি উপজেলার রঞ্জন চৌধুরীসহ জেলা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ বক্তব্যে রাখেন।
সম্মেলনে প্রধান আলোচক ছিলেন, চট্টগ্রাম নন্দনকানন তুলসীধামের গীতা প্রজ্ঞাতীর্থ যোগেশ্বর চৌধুরী, বিশেষ আলোচক ছিলেন বিশিষ্ট্য ভাগবতী বক্তা সোনারাম ধর, সজীব কুমার রায়, নান্টু দে, মিল্টন দাশগুপ্ত, সুমন চৌধুরী, উৎপল দে, দীলিপ দাশ ও অধীর দাশ প্রমুখ। সম্মেলন শেষে প্রিয়তোষ দাশতে সভাপতি ও দীপক চৌধূরীকে সাধারণ সম্পাদক, উত্তম কুমার দে’কে যুগ্ম সাধারণ সম্পাদক, বিপ্লব দাশ গুপ্তকে অর্থ সম্পাদক এবং বিশ্বজিৎকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট্য চকরিয়া উপজেলা কমিটি গঠন করা হয়।

পাঠকের মতামত: