ঢাকা,শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

অত্যাচারী ছেলের বিরুদ্ধে উখিয়ার সোনারপাড়ার সেই বৃদ্ধার মামলা

বেলাল আজাদ, আদালত প্রতিবেদক:

কক্সবাজার আদালতে নিজের একমাত্র গর্ভজাত ছেলে ও ২ নাতীর ধারাবাহিক অত্যাচার, লুটপাট ও মারধরে অতিষ্ট ৮২ বছরের বৃদ্ধা মাহমুদা খাতুন আবারও একটি মামলা দায়ের করেছেন। ইতিপূর্বে পিতামাতার ভরণ পোষণ আইনে কক্সবাজার জেলায় একমাত্র দায়েরকৃত (সি.আর-২৬৬/২১৬) মামলাটির বাদী ৮২ বছরের বৃদ্ধা মাহমুদা খাতুন উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া বাজারপাড়া এলাকার মৃত আবদুর রহমানের স্ত্রী।

২০১৬ সালের ২০ সেপ্টেম্বর কক্সবাজার আদালতে পিতামাতার ভরণপোষণ আইনে ১ম মামলাটি করে আলোচিত  এই বৃদ্ধা মাহমুদা খাতুন  গত দেড় বছরে কোন ভরণপোষণ পাওয়ার বদলে উল্টো লাঞ্চনা-বঞ্চনাই পেয়েছে শুধু। নিজের একমাত্র ছেলে সিরাজ আহমদ (৪২) এবং সিরাজ আহমদের ২
সন্ত্রাসী ছেলে আবদুল খালেক (২৫) ও মাহমুদুল  হক (২২) বৃদ্ধাকে চরমভাবে অত্যাচার এমনকি নির্মম ভাবে মারধর পর্যন্ত করেছে। ২৭ আগষ্ট সিনিয়র
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় (উখিয়া) আমলী আদালতে (সি.আর.-২৭১/২০১৮) মামলাটি দায়ের করলে আদালতের বিচারক রাজীব কুমার দেব মামলাটি আমলে নিয়ে উখিয়া থানার ও.সি’কে তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।
বাদীপক্ষে আইনজীবী ছিলেন এড. নুরুল ইসলাম  (নূরু), এড. কফিল উদ্দীন চৌধুরী ও এড. সুরঞ্জিত পাল প্রমূখ।

পাঠকের মতামত: