ঢাকা,বুধবার, ৯ অক্টোবর ২০২৪

৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে বিতর্কের অবকাশ নেই

s_100718-300x187অনলাইন ডেস্ক ::

মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যার বিষয়টি মীমাংসিত। তাই এই সংখ্যা নিয়ে বিতর্কের অবকাশ নেই বলে পর্যবেক্ষণ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।

মঙ্গলবার দুপুরে মানবতাবিরোধী অপরাধের দায়ে নেত্রকোণার মো. ওবায়দুল হক ওরফে আবু তাহের এবং আতাউর রহমান ননীর মৃত্যুদণ্ডাদেশ দেয়ার পর এই পর্যবেক্ষণ দেন ট্রাইব্যুনাল।

বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই মানবতাবিরোধী অপরাধীর বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দী।

বিচারপতি আনোয়ারুল হক বলেন, ‘এ আসামিদের (তাহের ও ননী) সর্বোচ্চ দণ্ড দেয়া হয়েছে। কেন না ৩০ লাখ শহীদের রক্তের সঙ্গে আপস করার কোনো সুযোগ নেই।’

রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় প্রসিকিউটর জেয়াদ আল মালুম সাংবাদিকদের বলেন, ‘ইতোমধ্যে ৩০ লাখ শহীদের বিষয়ে যে বির্তকের সৃষ্টি হয়েছে এ রায় প্রদান করার মধ্য দিয়ে ট্রাইব্যুনাল যেসব বিষয়ের যুক্তিখণ্ডন করেছেন। ট্রাইব্যুনাল বলেছেন, ৩০ লাখ শহীদ নিয়ে কোনো ধরনের বির্তকের কোনোই অবকাশ নেই। ত্রিশ লাখ মানুষের আত্মদানের মধ্য দিয়ে যে স্বাধীন বাংলাদেশ হয়েছে এ রায়ের মধ্যে দিয়ে তা আবারও প্রমাণিত হয়েছে।

পাঠকের মতামত: