ঢাকা,শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

২৮ কোম্পানির ৩ ধরণের ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ

অনলাইন ডেস্ক :::

জিএমপি নীmedicine_bd_pratidinতিমালা অনুসরণ না করায় ২৮টি কোম্পানির ৩ ধরণের ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। আজ বিচারপতি মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমানের গঠিত হাই কোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। আদালতের নির্দেশে ৭২ ঘন্টার মধ্যে কোম্পানিগুলোর এন্টিবায়োটিক, স্টেরয়েড ও ক্যানসারের ওষুধ উৎপাদন বন্ধের জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। আসাদুজ্জামান সিদ্দিকীর এক রিট আবেদনের প্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন। রিটকারীর পক্ষে শুনানি করেন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের সভাপতি মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

পাঠকের মতামত: