ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

হেমন্তিকা’র প্রতিষ্টা বার্ষিকীতে সংগীতানুষ্ঠান ও আলোচনা সভা সম্পন্ন

20161123_164140প্রেস বিজ্ঞপ্তিঃ

সাংস্কৃতিক আন্দোলনে পরাভূত হউক অপশক্তি। এ শ্লোগানকে ধারন করে ২৫ বছরে পদার্পন করেছে হেমন্তিকা সাংস্কৃতিক গোষ্ঠী। প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। কক্সবাজার পাবলিক ইনিষ্টিটিউট লাইব্রেরীর ২য় তলায় গতকাল ২৩ নভেম্বর বুধবার বিকেল ৪টায় ২৫টি মোমবাতি প্রজ্বলন করে দলীয় সংগীত গেয়ে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন ঘোষনা করা হয়। পরে সংগঠনের সহ-সভাপতি বাদল বড়ুয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক অনিল দত্তের স্বাগত বক্তব্যে আলোচনা সভায় বক্তারা বলেন সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে জংগীবাদ মৌলবাদ পরাজিত হবে। নতুন প্রজন্মের জন্য সাম্প্রদায়িক সম্প্রিতির দেশ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন বক্তারা। এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রকোশলী বদিউল আলম, কলামিষ্ট বিশ্বজিৎসেন বাঞ্চু, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা: বিমল চৌধুরী, সাংস্কৃতিক জোট সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দৌলন, কবি অমিত চৌধুরী জেলা খেলাঘর আসর সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম গণ সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য সচিব কল্লোল দে চৌধুরী, সংগঠক ও শিক্ষক সুজন দাশ, নূর মোহাম্মদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের কর্মকর্তা আলী রাজ জীবলু। আলোচনা সভা শেষে সংগঠনের শিল্পীরা দলীয় ও একক সংগীত পরিবেশন করে। সংগীত শিল্পীরা হলেন যথাক্রমে মীর মোরশেদ শিবলু, অজয় মজুমদার, রানা পাল টিটু, রীমা বড়–য়া, মিথিলা সরকার, জাহিদ হাসান, আরমান প্রমুখ।

পাঠকের মতামত: