ঢাকা,মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

হারবাং বত্তাতলীতে আগুনে ৬টি দোকান পোড়ে চাই, অর্ধকোটি টাকা ক্ষতি

sdfrনিজস্ব প্রতিনিধি, চকরিয়া:

চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়য়ের ৮ নং ওয়ার্ডের বত্তাতলী এলাকায় স্থানীয় আবদুর রহিমের মালিকানাধীন ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। গত ২ মে ভোর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, হারবাং ৮ নং ওয়ার্ডের বাসিন্দা আবদুর রহিম বত্তাতলী নামক স্টেশনে তার মালিকানা ধীন জমিতে ৬টি দোকান ঘর নির্মাণ করে বিভিন্ন জনকে ভাড়া দেয়। গত ২ মে ভোর রাতে তার মার্কেটে কে বা করা আগুন লাগিয়ে দিয়ে ৬টি দোকানই পুড়ে ছাই হয়ে যায়। এতে ওই ৬ দোকান ব্যবসার্যীর বিভিন্ন মালামাল ও টাকা সহ অর্ধ কোটি টাকার ক্ষতি হয়। সুত্র দাবী করে সে গত ইউপি নির্বাচনে ৮ নং ওয়ার্ড থেকে মেম্বার প্রার্থী হয়ে নির্বাচন করে । এতে তিনি প্রতিপক্ষের কাছে হেরে যায়। প্রতিদ্বন্ধি করায় ক্ষোভ প্রকাশ করে এ নাশকতার ঘটনা করাছে বলে ধারণা করছে স্থানীয় লোকজন। এ ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা কামনা করছেন প্রশাসনের কাছে।##

 

পাঠকের মতামত: