ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

স্কাউটে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেয়েছেন চকরিয়া কোরক বিদ্যাপীঠের ২২ কৃতি শিক্ষার্থী

এম.জিয়াবুল হক, চকরিয়া ::  বাংলাদেশ স্কাউটে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননার স্বীকৃতি রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেয়েছেন কক্সবাজার জেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠের ২২ কৃতিশিক্ষার্থী। সোমবার (২০ জানুয়ারি) নবম জাতীয় কাব ক্যাম্পুরী-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চকরিয়া কোরক বিদ্যাপীঠের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন। স্কাউটের এ সফল কার্যক্রমে নেতৃত্ব দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চকরিয়া উপজেলা স্কাউট লিডার মো. আনসারুল করিম।

২০২০সালে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেয়েছেন বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী যথাক্রমে স্কাউট মিজানুর রহমান, মো. তাওহিবুল সিয়াম বিরাজ, আহসান নেওয়াজ শাহী, মিজবাহ উদ্দিন, আমজাদ হোসেন পাভেল, আবু শাহাদাত মুহাম্মদ তাহমীদ, আশিফুল কাদের জয়, তানভীর মাহতাব হোসাইন ইনান, শাহরিয়ার হোসাইন অভি, আবু হুরাইরা জয়, অন্তর দে, আহমদুল হক তানছীফ, মোহাম্মদ এমরান হোসাইন, প্রত্যয় দাশ অরণ্য, নাঈম মুহাম্মদ সায়েদ, গার্ল ইন স্কাউট আসমা উল হুসনা উমা, জান্নাতুল মাওয়া মীম, আনিকা তাহসিন আমরিন, তাকিয়া তারান্নুম তুরিন, নুসরাত শারমিন তাকিয়া, শাহনাজ সুলতানা জুহি ও অর্পিতা বড়ুয়া বীথি।

প্রসঙ্গত ২০১৮ সালেও রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড লাভ করেছিলেন চকরিয়া কোরক বিদ্যাপীঠের স্কাউট টিম।

এদিকে ২০২০ সালে স্কাউটে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ডপ্রাপ্ত চকরিয়া কোরক বিদ্যাপীঠের ২২শিক্ষার্থী এবং স্কাউট টিমকে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নুরুল আখের। অভিনন্দন জানিয়েছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী ছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলী, পরিচালনা কমিটির সকল সদস্য, অভিভাবক ও সুধীজন।##

পাঠকের মতামত: