ঢাকা,বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

সৈকতে বেতার শিল্পীদের মিলন মেলা-বাংলাদেশ বেতার উন্নত সংস্কৃতির ধারক ও বাহক

ddddমো. রেজাউল করিম,ঈদগাঁও ::

কক্সবাজার বেতার শিল্পীদের বার্ষিক মিলনমেলা ও প্রীতিভোজ সম্পন্ন হয়েছে। ৫ ফেব্র“য়ারী কক্সবাজার সী-বিচের বালিকা মাদ্রাসা রোডস্থ কবিতা চত্ত্বরে দিন ব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। মিলনমেলার উদ্বোধন ঘোষণা করেন ঢাকাস্থ বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রম পরিচালক মীর শাহ আলম। বক্তব্য দেন বাংলাদেশ বেতার কক্সবাজারের আঞ্চলিক পরিচালক হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন আঞ্চলিক প্রকৌশলী ফারুক আহমদ, সহকারী পরিচালক (অনুষ্ঠান) মো. নুরুল আবছার, উপ-বার্তা নিয়ন্ত্রক হেমায়েত আকবর টিপু। আমন্ত্রিতদের মধ্যে ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সভাপতি সাহিত্যিক মুহম্মদ নুরুল ইসলাম, কক্সবাজার নিউজ ডট কম সম্পাদক অধ্যাপক আকতার চৌধূরী, কক্সবাজার সদর উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছিমা আক্তার বকুল, এড. আবু হায়দার ওসমানি। পরিচালক মীর শাহ আলম উদ্বোধনী বক্তব্যে বলেন, বাংলাদেশ বেতার উন্নত সংস্কৃতির ধারক ও বাহক। অপ-সংস্কৃতি রোধ এবং দেশীয় সংস্কৃতির প্রচার ও প্রসারে বেতারের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। তিনি এখনো দেশের ৯৩ শতাংশ শ্রোতা বাংলাদেশ বেতারের সাথে সম্পৃক্ত দাবী করে বলেন, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, যৌতুক রোধ, নারীর ক্ষমতায়ন, স্বাক্ষরতার হার বৃদ্ধি প্রভৃতি সূচকে বাংলাদেশ বেতার দেশের দর্শক শ্রোতাদের প্রয়োজনীয় তথ্যদানে নিয়োজিত। পাশাপাশি বিনোদন জগতে রয়েছে এর বলিষ্ঠ ভূমিকা। তিনি বেতারের সাথে সম্পৃক্ত হতে পারা সংশ্লিষ্ট সকলের জন্য গৌরবময় বলে মনে করেন। বেতার শিল্পীদের মধ্যে ছিলেন বার্তা বিভাগের অনুবাদক স.ম নুরুন্নবী, কক্সবাজার সদর উপজেলা সংবাদদাতা মো. রেজাউল করিম, উখিয়া উপজেলা সংবাদদাতা ফারুক আহমদ, মহেশখালী উপজেলা সংবাদদাতা আমিনুল হক, সংগীত শিক্ষক অধ্যাপক রায়হান উদ্দিন, কবি হাসিনা চৌধুরী লিলি, কবি শামিমা আক্তার শামিম, হাবিব উল্লাহ, তাসলিমা রহমান টুম্পা, তাসলিমা আক্তার। বেতারের কতক ও উপস্থাপিকা শামিমা আক্তারের সঞ্চালনায় কন্ঠ, বাচক ও অভিনয় শিল্পীদের মধ্যে ছিলেন উৎপলা বড়–য়া, সুলেখা বড়–য়া, মুজিব, হাসান, ফরমান, মিজানুল হক, মো. জসিম, পপি বড়–য়া, জাহাঙ্গীর আলম খাঁন, তালেব মাহমুদ, আলম শাহ, সালেহা নাসরিন। ক্ষুদে শিল্পীদের মধ্যে সঙ্গীত পরিবেশন করে সাজিদ, তানিশা, মারিয়া, রিসতা, প্রমি প্রমুখ। পাঠক-পাঠিকাদের মধ্যে ছিলেন রুজিনা আক্তার রুজি, জসিম উদ্দিন, রুহেনা প্রমুখ। দিন ব্যাপী এ মিলনমেলায় বেতারে কর্মরত বিভিন্ন স্তরের শিল্পীরা কথা, গান ও অভিনয় শিল্পের মাধ্যমে সূর্যাস্ত পর্যন্ত সূরের মূর্ছনায় উপস্থিত দর্শক শ্রোতাদের মুগ্ধ করে তুলেন। শেষে উপস্থিত হন পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন কবির ও মানব কন্ঠের প্রতিনিধি ফরহাদ ইকবাল। মিলন মেলায় বেতারে কর্মরত অনুষ্ঠান, বার্তা ও প্রকৌশল বিভাগের সর্ব পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও শিল্পীরা স্বপরিবারে অংশ নেন। মেলা শেষে আকর্ষণীয় র‌্যাফল ড্র অনুষ্ঠিত হয়। সমন্বয়কের দায়িত্বে ছিলেন বেতারের সংগীত প্রযোজক শিল্পী বশিরুল ইসলাম।

পাঠকের মতামত: